মুখে হাসি ফুটল মধ্যবিত্তের, ফের পতন স্বর্ণবাজারে, মুখ থুবড়ে পড়ল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ নতুন সপ্তাহ শুরু হতে না হতেই মুখ থুবড়ে পড়েল সোনার দাম (gold price)। এক ধাক্কায় সোজা ৪৭ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম। সোনার দামের এই ভারী পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের। সোনা মানুষের লাগে না এমন কোন অনুষ্ঠান নেই, মানুষের সমস্ত শুভ অনুষ্ঠানেই সোনা অপরিহার্য।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

gold 1574249966 1

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭৪৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৪৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০১৫০ টাকা এবং ১ গ্রামের ৫০১৫ টাকা।

women buy gold jewellery on dhanteras in new 115058

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭১৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১৪০০ টাকা এবং ১ গ্রামের ৫১৪০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৫০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫০০ টাকা।

file 20190611 32321 k3juqs 1

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৪.৮০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৪৮ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর