মাত্র একটি ডোজেই শেষ হবে করোনা, ব্রিটেনে সম্মতি পেল জনসনের সিঙ্গেল শট

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক সপ্তাহে কিছুটা কমলেও আরো একবার ব্রিটেনে অর্থাৎ ইউনাইটেড কিংডমে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বিশেষত ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট এখন রীতিমত চিন্তায় ফেলেছে ব্রিটেনকে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় নতুন করে জারি হয়েছে লকডাউন। বিশেষত ভারত থেকে আসা যেকোনো যাত্রীর ক্ষেত্রেই জারি করা হয়েছে লেভেল ফোর সর্তকতা। যার ফলে ভ্যাকসিন গ্রহণের পরেও ইংল্যান্ডের রাস্তায় এই মুহূর্তে ঘোরাফেরা করতে পারবেন না কোন সদ্য ভারত থেকে আসা পর্যটক।

গত ২৪ ঘণ্টায় ফের একবার ব্রিটেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৫৪২ জন মানুষ। ১০ জনের মৃত্যুও হয়েছে। এমতাবস্থায় শুক্রবার জনসন এন্ড জনসন কোম্পানির সিঙ্গেল শট ভ্যাকসিনকে অনুমোদন দিল ইউকে সরকার। আমেরিকায় ট্রায়াল পর্বে হালকা এবং মারাত্মক কোভিড সংক্রমণের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রায় ৭২ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে এই ভ্যাকসিন। সবচেয়ে বড় সুবিধা হল এই ভ্যাকসিনের মাত্র একটি ডোজই সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে যথেষ্ট। আর সেই কারণেই আরো বেশি আশার আলো দেখছে ব্রিটেন।

covid 3

হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক জানিয়েছেন, “ইউকের অত্যন্ত সফল ভ্যাক্সিনেশন প্রোগ্রামের ক্ষেত্রে এটি আরেকটি বড় পদক্ষেপ। ইতিমধ্যেই প্রায় ১৩ হাজার জীবন রক্ষা করেছে এই ভ্যাকসিন। এর অর্থ হলো আমাদের কাছে বর্তমানে রয়েছে চার চারটি ভ্যাকসিন যা মানুষকে এই বিশ্রী ভাইরাসের কবল থেকে বাঁচাতে সহায়তা করবে।” সরকারের মতে বড় সংখ্যায় ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আগামী দিনগুলিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে এই ভ্যাকসিন।

corona 39

প্রসঙ্গত উল্লেখ্য, এখন মোট তিনটি ভ্যাকসিন ব্যবহার করছে ইউকে। প্রধানত দেওয়া হচ্ছে অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন এবং ফাইজার। তবে এর আগে অনুমোদন পেয়েছে মোডেরনা ভ্যাকসিনটিও। এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রায় ৬২ মিলিয়ান ভ্যাকসিন ব্যবহৃত হয়েছে ব্রিটেনে। এরই সঙ্গে জনসন এন্ড জনসন একটি সিঙ্গেল শট ভ্যাকসিনের প্রায় দু’কোটি ডোজ অর্ডার দিল তারা। প্রসঙ্গত উল্লেখ্য, ভাইরাসের এই নতুন
সংক্রমণের কারণে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচিত হতে শুরু করেছে ব্রিটিশ সরকার। কিছুদিন আগেই সরকারের কোভিড টাস্কফোর্সের তরফে দাবি করা হয়েছিল আগস্টের মধ্যেই করোনামুক্ত হবে ব্রিটেন। নতুন করে ফের একবার ছড়িয়ে পড়েছে ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ। আর সেই কারণেই সমালোচনার মুখে পড়েছে বরিস জনসন সরকার। এখন সিঙ্গেল শট ভ্যাকসিন এই দুর্দশার চিত্র কিছুটা দূর করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভ্যাক্সিনেশন নিয়ে যথেষ্ট সমস্যা চলছে ভারতেও। চাহিদা অনুযায়ী ভ্যাকসিন মিলছে না অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে ফাইজারের পর সিঙ্গেল শট ভ্যাকসিনকেও কি অনুমোদন দেবে মোদী সরকার? উত্তর দেবে সময়ই।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর