প্রথম ওভারেই তুললেন উইকেট! মুম্বাইয়ে রোনাল্ডোর কথা মনে করালেন সিরাজ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুধুমাত্র ক্রীড়াপ্রেমীরাই নন, গোটা বিশ্বের বিভিন্ন নাম যাদের ক্রীড়াবিদও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত (Cristiano Ronaldo)। শূন্য থেকে শুরু করে আজ মহাকাশ ছুঁয়েছেন সিআরসেভেন। তাই তার সাফল্যের কাহিনী অনুপ্রাণিত করে বিভিন্ন ক্রীড়াবিদদের। ফুটবলের বাইরেও একাধিক ক্রীড়ার সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা রোনাল্ডোকে নিজের আদর্শ হিসাবে মানেন। তাকে অনুকরণ করার চেষ্টা করেন।আজ ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই তেমনটা করতে দেখা গেল ভারতের তারকা বোলার মহম্মদ সিরাজকে (Md Siraj)।

ডেভিড ওয়ার্নার এর মত তারকার অনুপস্থিতিতে আজ অস্ট্রেলিয়া দলের হয়ে ওপেন করছিলেন ট্র‍্যাভিস হেড এবং মিচেল মার্শ। নিজের প্রথম এবং ম্যাচের দ্বিতীয় ওভারেই হেডকে বোল্ড করেন তিনি। তারপরেই তিনি ছুটে গিয়ে রোনাল্ডোর বিখ্যাত সেলিব্রেশন ‘সিইইইউউউ’ করে দেখান। এরপর তাকে এসে জড়িয়ে ধরেন ভারতীয় দলের আর এক রোনাল্ডো ভক্ত, বিরাট কোহলি।

siraj kohli

তবে সিরাজ উইকেট নিলেও রান আটকে রাখতে পারছেন না। নিজের প্রথম ৪ ওভারে ২৯ রান দিয়েছেন তিনি। তবে পিচের যা চরিত্র তাতে এই বোলিং ফিগার খুব একটা অস্বাভাবিক নয়। বোলারদের জন্য সাহায্য থাকলেও মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ আজ মূলত ব্যাটিং বান্ধব।

যদিও সিরাজ চলতি বছরে দুর্দান্ত ছন্দে রয়েছেন ওডিআই ফরম্যাটে। তিনি যে শুধু উইকেট নিচ্ছেন এমনটা নয়। উইকেট নেওয়ার পাশাপাশি তিনি অত্যন্ত কৃপণ বোলিংও করছেন। পরিসংখ্যান বলছে যে ২০১৯ সালের পর থেকে ভারতীয় দলে তার চেয়ে বেশি মেডেন ওভার কেউ বল করেনি। সেই সঙ্গে নতুন বল হাতে পাওয়ার প্লে-তে উইকেটে নেওয়াটা নিজের অভ্যাসে পরিণত করে ফেলেছেন তারকা পেসার। তিনি সুস্থ থাকলে রোহিত শর্মাকে চলতি বছরে তার ওপর নির্ভর করতেই হবে। কারণ সামনেই রয়েছে বিশ্বকাপ এবং দলের তথাকথিত সেরা পেসার বুমরা এখনও সুস্থ নন।

প্রতিবেদনটি লেখার সময় ভারতের ১০ ওভার ব্যাটিং করা হয়ে গিয়েছে। হেড প্রথম ওভারে ফিরে গেলেও পরিস্থিতি কিছুটা সামলে নিয়েছেন স্টিভ স্মিথ এবং অপর ওপেনার মিচেল মার্চ। ভারতীয় দল হার্দিক পান্ডিয়া সহ আজ মোট চার পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। টস জিতে এই ম্যাচের জন্য অধিনায়ক হওয়া হার্দিক পান্ডিয়া আজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১০ ওভারের পাওয়ার-প্লে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৯।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর