এক ধাক্কায় বাংলার ৬ টি জেলা রেড জোনে, জানাল কেন্দ্র

যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে এলাকার হাল বোঝানোর জন্যে রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোন অন্তর্ভুক্ত এলাকা করেছে নির্দেশ জোড়া হয়েছে। কিন্তু করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত করোনার সংখ্যা ৩৩ হাজার ৫০ এ পৌঁছেছে। দেশে এখন পর্যন্ত ৮ হাজার ৩২৫ জন রোগী সেরে উঠেছেন। করোনা পরিস্থিতি যেন সমগ্র বিশ্বে থাবা বসিয়েছে। আর এর প্রকোপ থেকে বাঁচার জন্য মানুষ এখন ঘরে বন্দী এমনকি সামাজিক দূরত্ব পালন করছে।

কিন্তু এর মধ্যে রাজ্যের মোট ১০ টি জেলা রেড জোনের অন্তর্ভুক্ত হয়েছে। ৫ টি জেলা অরেঞ্জ জোন অন্তর্ভুক্ত আর ৮ টি জেলা গ্রিন জোন অন্তর্ভুক্ত।আর এর মধ্যে আবার বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রতিটি রাজ্যকে নতুন করে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের তালিকা পাঠায়।

 

corona virus getty
কারণ প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশে চলছে লক ডাউন। আর এই খারাপ সময়ে কাজ কম্ম বন্ধ থাকায় প্রায় প্রত্যেকে একটা অর্থনৈতিক সমস্যায় আছেন । আগেই উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া রেড জোনে ছিলো এখন আবার এই তালিকায় গেছে আরো দশটি জেলা।

এর মধ্যে অরেঞ্জ জোনে রয়েছে পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, হুগলি, পশ্চিম বর্ধমান। আর রেড জোনে আছে কালিম্পং, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, মালদহ, দার্জিলিং। কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর এই এলাকার এখনো সংক্রমণ না বাড়ায় এরা গ্রিন জোনে আছে। তবে পরিস্থিতি বদলাতে সময় না লাগলে এই জায়গাও রেডের তালিকায় যেতে পারে।

সম্পর্কিত খবর