সংসদের ওয়েলে নেমে হাঙ্গামা, রাজ্যসভা থেকে বহিষ্কৃত তৃণমূলের ছয় সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ এর আগেই অধিবেশনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnav) হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তার ছিঁড়ে ফেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen)। যা নিয়ে যথেষ্ট সরগরম হয়ে উঠেছিল রাজনীতি। এমনকি ঘটনায় প্রধানমন্ত্রীকেও (Narendra Modi) সরব হতে দেখা গিয়েছিল। ফের একই ঘটনার সাক্ষী থাকলো রাজ্যসভা। এবার সাসপেন্ড করা হল তৃণমূলের (TMC) ৬ জন রাজ্যসভার সাংসদকে। এই তালিকায় রয়েছেন তালিকায় রয়েছেন দোলা সেন (Dola Sen), মহম্মদ নাদিমুল হক (MD Nadeem Ul Haq), আবির রঞ্জন বিশ্বাস (Abir Ranjan Biswas), শান্তা ছেত্রী (Shanta Chhetri), অর্পিতা ঘোষ (Arpita Ghosh) এবং মৌসম নুর (Mausam Noor )।

ঠিক কি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তারা? জানা গিয়েছে, বুধবার রাজ্যসভার অধিবেশন শুরু হতে না হতেই তৃণমূলসহ অন্যান্য বিরোধী দলের নেতারা রাজ্যসভার ওয়েলে নেমে আসেন এবং প্ল্যাকার্ড হাতে পেগাসাস কান্ড নিয়ে প্রতিবাদ শুরু করেন। বারবার তাদের নিজের জায়গায় ফিরে যাবার অনুরোধ করেছিলেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু (venkaiah Naidu)। দাবি অনুযায়ী সেই কথাতে কোনওভাবেই কর্ণপাত করেননি তারা। এরপরেই অধিবেশন বানচাল এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে সাসপেন্ড করা হয় দোলা সেন, অর্পিতা ঘোষ, মৌসম নুরদের।

ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। এই ঘটনার পর টুইটারে আজ দুটোর সময় রাজ্যসভায় সকলকে আসতে আহ্বান জানান তিনি। মোদী (Narendra Modi ) এবং শাহের (Amit Shah) স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত বিরোধীদল একজোট হয়ে প্রতিবাদ জানাবে বলেও জানান তিনি। এই ঘটনার পর আপাতত মুলতবি হয়েছে রাজ্যসভার অধিবেশন।

TMC,BJP,Rajya Sabha,monsoon session,India,TMC MP suspended,venkaiah Naidu,তৃণমূল,তৃণমূল সাংসদ সাসপেন্ড,রাজ্যসভা,ভারত,বর্ষাকালীন অধিবেশন,ভেঙ্কাইয়া নাইডু

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও একাধিকবার পেগাসাস কান্ড নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে বিরোধী দলগুলি। তা যেমন সংসদের বাইরে, তেমনি অধিবেশন চলাকালীনও। এখন আগামী দিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর