অ্যাশেজ সিরিজ কিংবা বিশ্বকাপ জেতা বড় ব্যাপার হলেও ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া স্মিথ।

বর্তমান ক্রিকেটে ভারতের মাটিতে ভারতকে হারানো হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার, এমনটাই মনে করেন অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। প্রাপ্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ মনে করেন টিটোয়েন্টি কিংবা ওয়ানডে ক্রিকেট নয়, ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতায় হচ্ছে আসল চ্যালেঞ্জ, সেই কারণে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া স্মিথ। কিউয়ি স্পিনার ঈশান সোধির সাথে কথাবার্তায় এমনটা জানালেন স্মিথ।

2001 সাল থেকে টানা ষোলটা টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়ার সেই অশ্বমেধের ঘোড়া থেমে গিয়েছিল ভারতের মাটিতে। ভারতের মাটিতে 2004- 2005 সালের পর আর কোন টেস্ট সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সেই কারণে স্মিথ মনে করেন বিশ্বকাপ জেতা কিংবা অ্যাশেজ সিরিজ জেতা বড় ব্যাপার হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা অন্যতম কঠিন কাজ।

স্মিথ এইদিন জানিয়েছেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে অ্যাশেজ সিরিজ জেতা আমার কাছে খুবই বড় ব্যাপার। সেই সাথে বিশ্বকাপ জেতাও যে কোনো ক্রিকেটারের কাছে খুবই আনন্দের, কিন্তু এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর হল ভারত। আর সেই কারণেই ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হারানো একটা বড় চ্যালেঞ্জ। যদি ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হারানো যায় তবে সেই আনন্দটা অন্যরকম বলে মনে করছেন এই অজি তারকা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর