৫৯ বছরে দ্বিতীয় বিয়ে স্নেহাশিসের! সৌরভের নতুন বৌদিকে চেনেন? রইল আসল পরিচয়

বাংলা হান্ট ডেস্কঃ সুখবর মিলেছিল আগেই। অবশেষে রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। ৫৯ বছরে দ্বিতীয়বার বিয়ে করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। গতকাল আইনি মতে বিয়ে সেরেছেন স্নেহাশিস। শোনা যাচ্ছে, আগামী ৭ আগস্ট ইএম বাইপাসের ধারে একটি হোটেলে ধুমধাম করে রিসেপশনের আয়োজন করবেন নবদম্পতি।

স্নেহাশিসের (Snehasish Ganguly) বিয়ের অদেখা ছবি অ্যালবাম

গতকাল দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন স্নেহাশিস। শোনা যায়, সৌরভ-ডোনার সঙ্গে গঙ্গোপাধ্যায় পরিবারের নতুন বৌমার সম্পর্ক বেশ ভালো। এর আগেও তাঁদের সঙ্গে অর্পিতাকে একাধিকবার ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে। এবার আইনি মতে গঙ্গোপাধ্যায়ের পরিবারের বৌ হলেন তিনি।

   

জানা যাচ্ছে, গতকাল দুপুরে ঘনিষ্ঠ কয়েকজনকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্নেহাশিস-অর্পিতা। রাতে খানাপিনার আয়োজনও ছিল। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ-ডোনা। তবে রিসেপশনের দিন সস্ত্রীক ‘মহারাজ’ উপস্থিত থাকবেন বলে খবর।

আরও পড়ুনঃ রয়েছে বিরাট বদ অভ্যাস! ইন্দ্রাণীর এই ‘গোপন’ কথা জানেন না ৯৯% মানুষ! আপনি জানতেন?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্নেহাশিস-পত্নী অর্পিতা কলকাতার একজন নামি শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও একজন সফল ব্যবসায়ী। ছত্তিসগড়ে তাঁর রাসায়নিকের ব্যবসা রয়েছে। এদিকে নব্বইয়ের দশকের গোড়ায় নৃত্যশিল্পী মোমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন স্নেহাশিস। তাঁদের এক কন্যাও রয়েছে। তবে সেই বিয়ে টেকেনি।

গত বছর সৌরভ-সহোদরের (Sourav Ganguly) বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন মোম। স্নেহাশিসের বিরুদ্ধে FIR-ও দায়ের করেছিলেন তিনি। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এখন অবশ্য সেসব অতীত। এবার অর্পিতার হাত ধরে নতুন জীবন শুরু করলেন ‘মহারাজে’র দাদা।

Snehasish Ganguly Arpita Chatterjee

উল্লেখ্য, স্নেহাশিস (Snehasish Ganguly) বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট পদে রয়েছেন। একসময় নিজেও চুটিয়ে ক্রিকেট খেলেছেন তিনি। দাদার হাত ধরেই ক্রিকেটের দুনিয়ায় পা রাখেন সৌরভ। ‘গঙ্গোপাধ্যায় ব্রাদার্স’ বহু ম্যাচ জিতিয়েছেন বাংলাকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর