এতদিনে ডিভিলিয়ার্স জানালেন হটাৎ করে ক্রিকেট থেকে অবসরের কারন।

2015 বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে। তারপরই গোটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ভেঙে পড়েছিল, দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার মাসের মধ্যেই কেঁদে ফেলেছিলেন। কিছুতেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পিছু ছাড়ছিল ছিলনা চোকার্স শব্দটি। এই শব্দটি যেন দক্ষিণ আফ্রিকা দলের সাথে একেবারে সেঁটে গিয়েছিলো। কিন্তু 2015 বিশ্বকাপের সেমিফাইনালে হার বড় প্রভাব ফেলেছিল দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের জীবনে। এই হারের ফলে একাকীত্ব এবং বিষণ্নতা ক্রমশ ঘিরে ধরেছিল তাকে। আর তার থেকেই পরবর্তীকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত চেপে বসতে থাকে ডিভিলিয়ার্সের মনে।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স জানিয়েছেন 2015 বিশ্বকাপের পর থেকে ক্রমশ একাকিত্বে ভুগতে থাকেন তিনি। সেই সময় তার জীবনের দুঃখ কষ্ট গুলি শেয়ার করে নেওয়ার মতো তিনি কাউকেই খুঁজে পাননি।

ডিভিলিয়ার্স জানিয়েছেন 2015 বিশ্বকাপের হারের পর এক বছর তিনি খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন। সেই সময় তিনি তার মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারেননি। ডিভিলিয়ার্স জানিয়েছেন সেই সময় আমার উচিত ছিল আমার মনের কথাগুলি সকলের সাথে শেয়ার করে নেওয়ার, কিন্তু আমি সেটা করতে পারেনি এবং নিজেই নিজেকে ধীরে ধীরে বড় বিপদের দিকে ঠেলে দিয়েছি। আর এই ভাবে খেলা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিলো না, তাই 2018 সালে হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর