এতদিনে ক্রিকেটকে সরকারি স্বীকৃতি দিল রাশিয়া।

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হল ফুটবল। ফুটবলের তুলনায় ক্রিকেটের জনপ্রিয়তার খুবই কম। সারা বিশ্বে যে সংখ্যক দেশ ফুটবল খেলে তার অর্ধেক সংখ্যক দেশও সরকারি ভাবে ক্রিকেট খেলে না। তবে এবার ধীরে ধীরে ক্রিকেটের প্রসার বাড়ছে। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়ে উঠছে এই ব্যাট, বলের খেলা। ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন ফুটবল পাগল দেশেও শুরু হয়েছে ক্রিকেট। এবার ক্রিকেটের দল ভারী করে আইসিসির ক্রিকেটে নতুন সদস্য পদ গ্রহণ করল রাশিয়া। এতদিনে ক্রিকেটকে খেলা হিসাবে গ্রহণ করল রাশিয়া।

বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট খেলা ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও রাশিয়ায় তেমন ভাবে কোন জনপ্রিয়তা পায়নি ক্রিকেট। আর তাই অন্যান্য আর পাঁচটা খেলার মতোই রাশিয়াতে ক্রিকেটের কোনো সরকারি ইভেন্ট অনুষ্ঠিত হতো না, তবে এবার থেকে রাশিয়াতেও ক্রিকেটের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

5582919143618b0dca9e2631e2772d2207a8be7e364d7b921b8a7ad2a3dea9a296d95e0c

দীর্ঘদিন ধরে ‘রাশিয়া ক্রিকেট’ ক্রিকেটকে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করলেও বারবার রাশিয়া সরকার সেটিকে প্রত্যাখ্যান করেছে। অবশেষে রাশিয়া সরকার সরকারি সরকারিভাবে ক্রিকেটকে স্বীকৃতি দিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর