তৃণমূলের বিরুদ্ধে সংবিধান ধ্বংসের প্রশ্ন তোলার কোনও অধিকার নেই বিজেপির, মহারাষ্ট্রের সরকার গঠনের পর এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

বাংলা হান্ট ডেস্ক :  শনিবার মহারাষ্ট্রের বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে কার্যত দেশীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। দেবেন্দ্র ফড়নবিসের মুখ্যমন্ত্রিত্ব পদ গ্রহণ অনেকেই মেনে নিতে পারেনি। মহারাষ্ট্র রাজ্যের অন্দরে বিতর্ক চলছেই, কংগ্রেস শিবসেনা এবং এনসিপি জোট ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এ বার মহারাষ্ট্রে সরকার গঠনের আঁচ পড়ল পশ্চিমবঙ্গে।

বিজেপি সরকারের বিরোধিতা করে মহারাষ্ট্রে সংবিধানকে হত্যা করার দায় চাপানো হল বিজেপিকেই একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সংবিধান ধ্বংসের প্রশ্ন তোলার অধিকার নেই বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। অর্থাত্ ছবির মিত্রর বক্তব্যের পর এক প্রকার স্পষ্ট মহারাষ্ট্রে আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি সরকার গঠন হওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস ও।

   

তাই খানিকটা হইলেও তৃণমূলের পক্ষেই কথা বললেন তিনি। উল্লেখ্য শনিবার সকাল 8:10 মিনিটে মহারাষ্ট্রের রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিশ, এবং উপমুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেন অজিত পাওয়ার যা ঘুণাক্ষরেও টের পায়নি পাওয়ার পরিবারের সদস্য সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি।

যদিও এ ভাবে বিজেপির মাস্টার স্ট্রোকে বড়সড় ধাক্কা পেয়েছে এনসিপি তা বোঝাই যাচ্ছে তবে সেই ধাক্কা শীঘ্রই সামলে ওঠার কথাও জানিয়েছেন শরদ পাওয়ার।

সম্পর্কিত খবর