‘ভারতীয় নাগরিকের দায়িত্ব পালন করুন, চিনা দ্রব‍্য বয়কট করুন’, আর্জি জানালেন থ্রি ইডিয়টসের ‘ফুনসুক ওয়াংড়ু’

বাংলাহান্ট ডেস্ক: চিনা দ্রব‍্য (chinese product) বয়কটের ডাক দিলেন ‘থ্রি ইডিয়টস’ (3 idiots) খ‍্যাত সোনম ওয়াংচুক (sonam wangchuk)। থ্রি ইডিয়টস ছবিতে আমির খান অভিনীত ফুনসুক ওয়াংড়ুর চরিত্রটা তাঁরই জীবনের ওপর নির্ভর করে তৈরি। এবার তিনি নিজেই আসরে নেমেছেন চিনা দ্রব‍্য বয়কটের আর্জি নিয়ে। ভারত-চিন সীমান্তে সৃষ্ট উত্তেজনার কথা উল্লেখ করে ভারতীয় নাগরিক হিসাবে সকলকে নিজের দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন সোনম ওয়াংচুক।
সম্প্রতি লাদাখ থেকে একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে সমস্ত চিনা জিনিস বর্জনের আহ্বান করেছেন তিনি। সোনমের কথায়, শুধুমাত্র নিজের চিনা কোম্পানির ফোনই না বরং সব চিনা সফটওয়‍্যার ব‍্যবহারই বন্ধ হওয়া উচিত।


তিনি বলেন, “যখন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় আমরা রাতে এই ভেবে ঘুমাতে যাই যে সেনা এর জবাব দেবে। কিন্তু এবার দেশের নাগরিকের পকেটের জোর বেশি কাজে আসবে সেনার বুলেটের থেকে।” বিষয়টা ব‍্যাখ‍্যা করে তিনি বলেন, প্রতিবছর প্রায় ৫ লক্ষ কোটি টাকার আমাদের জন‍্য ব‍্যবসা করে চিনা প্রশাসন। সেই টাকাই উলটে ব‍্যয় হয় সীমান্তে আমাদের সেনা শেষ করার জন‍্য।

সোনম আর্জি জানান, যদি আমাদের ১৩০ কোটির দেশ চিনা দ্রব‍্য বয়কট করে আন্দোলন শুরু করে তাহলে সেটার বিশ্বব‍্যাপী প্রভাব পড়বে। প্রভাব পড়বে চিনের অর্থনীতিতেও। ওয়াংচুক আরও বলেন, চিনা দ্রব‍্য মানে শুধু ফোন বা সফটওয়‍্যার নয় টিকটকও এর মধ‍্যেই পড়ে। তিনি নিজে এক সপ্তাহের মধ‍্যে তাঁর ফোন বর্জন করতে চলেছে বলে জানান সোনম ওয়াংচুক।

ওয়াংচুক বলেন, শুধু মাত্র ভারত নয়। ভিয়েতনাম, তাইওয়ান, হংকংয়ের সঙ্গেও সমস‍্যা সৃষ্টি হয়েছে চিনের। এর কারন দেশের অভ‍্যন্তরীণ টালমাটাল পরিস্থিতি আড়াল করতে চাইছে চিন। তাই সীমান্তে বেশি জোর দিচ্ছে। করোনা পরবর্তী চিনের অর্থনীতি টালমাটাল হয়ে আছে। এই অবস্থায় যদি চিনের মানুষ একবার ক্ষেপে যায় তাহলে তা চিনের জন‍্য খুবই ক্ষতিকর। আর এই সুযোগটাই ভারতকে কাজে লাগাতে হবে বলে মন্তব‍্য করেন সোনম ওয়াংচুক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর