বড় সাফল্যের দিকে এগোচ্ছেন শরদ পওয়ার, UPA সভাপতি পদ থেকে ইস্তফা দিতে হতে পারে সোনিয়া গান্ধীকে

বাংলাহান্ট ডেস্কঃ ইউপিএ-র চেয়ার পার্সন, এমনকি রাজনীতি থেকে সম্পূর্ণ ভাবে অবসর নিচ্ছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এই খবরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। কংগ্রেস সভানেত্রীর বয়সের ভার এবং তাঁর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখেই এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, বলে জানা গিয়েছে। বর্তমানে ইউপিএ-র খালি আসনে সোনিয়া গান্ধীর জায়গায় কে বসবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

   

সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রীর পদ ছেড়ে দিলেও, রাহুল গান্ধী এখনও সেই পদে বসতে নারাজ। তাই দল সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের মাধ্যমেই কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে। কিন্তু পূর্বে দলের সভানেত্রীর পদ ছাড়লেও ইউপিএ চেয়ারপার্সনের পদ ছাড়েননি তিনি। তবে এবারে সেই পদও বয়সের ভারে ছেড়ে দিতে চাইছেন সোনিয়া গান্ধী।

এদিকে আবার সোনিয়া গান্ধী পরবর্তীতে ইউপিএ চেয়ারপার্সনের প্রতিযোগিতার প্রথমেই রয়েছে মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ারের (Sharad Pawar) নাম। প্রধান বিষয় হল, কংগ্রেস বর্তমানে আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে গেছে। আবার এদিকে রাহুল গান্ধীকেও এনডিএর একাধিক শরিক মোদী বিরোধী হিসাবে দাঁড় করাতে চাইছে না। অন্যদিকে, শরদ পওয়ার জোটের সবচেয়ে পুরনো নেতা এবং পক্ষ বিপক্ষ সকলের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক রয়েছে।

তবে মাহেশ তাপসে জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে ইউপিএ-র চেয়ার পার্সন হিসাবে শরদ পওয়ারের নাম বেশকিছু দিন ধরেই আলোচিত হচ্ছে। তবে এনসিপি সাফ জানিয়ে দিয়েছে, এখনও অবধি ইউপিএ-র চেয়ার পার্সন নির্বাচনের বিষয়ে শরদ পাওয়ারের বিষয়ে কোন আলোচনা করা হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, কোনও কোনও মহল এই কৃষি আন্দোলন থেকে মানুষের নজর সরাতে এসব প্রচার করছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর