বাংলা হান্ট ডেস্ক: কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী এবং প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) স্বাস্থ্যের ফের অবনতি ঘটে বলে জানা গেছে। বর্তমানে তাঁকে সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (আইজিএমসি) নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, চিকিৎসকরা ইসিজি এবং এমআরআই-এর মতো পরীক্ষা করেছেন।
আচমকাই অসুস্থ সোনিয়া গান্ধী (Sonia Gandhi):
পরীক্ষার পর তিনি তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বর্তমানে কংগ্রেসের প্রাক্তন সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। উল্লেখ্য যে, গর সোমবার ছুটি কাটাতে সিমলায় পৌঁছেছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তিনি ছারাব্রায় তাঁর মেয়ে তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ব্যক্তিগত বাসভবনে ছিলেন। কিন্তু হঠাৎ ট্যান্ড স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে আইজিএমসিতে আনা হয়। সেখানেই তাঁর পরীক্ষা করা হয়।
আরও পড়ুন: ভারতের সেমিকন্ডাক্টর সেক্টরে হতে চলেছে বিপ্লব! সরকারি কোম্পানির সাথে বড় চুক্তি টাটা গ্রুপের
সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল: এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (মিডিয়া) নরেশ চৌহান জানিয়েছেন যে, সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) কিছু “মাইনর হেলথ ইস্যু”-র কারণে নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে আনা হয়েছিল। তিনি আরও জানান, চিন্তার কিছু নেই, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: রোহিত-বিরাটের অবসরের জের? ইংল্যান্ডে এই প্রথম টিম ইন্ডিয়ার সাথে যা ঘটল….অবাক খেলোয়াড়রাও
এদিকে, এই ঘটনার পর হিমাচল প্রদেশের মুখ্যসচিব প্রবোধ সাক্সেনা নিজেই আইজিএমসিতে পৌঁছে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) স্বাস্থ্যের খোঁজখবর নেন। এছাড়াও, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও হাসপাতালে পৌঁছে সরাসরি রেডিওলজি বিভাগে যান।
Congress Parliamentary Party chairperson Sonia Gandhi has been brought to Indira Gandhi Medical College & Hospital in Shimla for routine health check-up due to some minor health issues. Doctors are examining her. She is stable. Details awaited: Naresh Chauhan, Principal Advisor… pic.twitter.com/As7QsoWsNe
— ANI (@ANI) June 7, 2025
ANI-এর টুইট অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষার পর সোনিয়া গান্ধী (Sonia Gandhi) হাসপাতাল থেকে চলে যান। কিছু “মাইনর হেলথ ইস্যু”-র কারণে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে এসেছিলেন বলেও জানানো হয়।