কংগ্রেস সভাপতি পদে বিরাজমান থাকবেন সোনিয়া গান্ধী, বাড়ল কার্যকাল

বাংলা হান্ট ডেস্কঃ সোনিয়া গান্ধীই (Sonia Gandhi) কংগ্রেসের সভাপতি (Congress President) থাকবেন। দলের কথা হল, করোনার কারণে নির্বাচন না হতে পারার জন্য কার্যকাল বাড়ানো হয়েছে। যতক্ষণ না অন্য সভাপতি নির্বাচিত হচ্ছে, ততদিন সোনিয়া গান্ধীই দলের সভাপতি থাকবেন। আপনাদের জানিয়ে দিই, আজ ওনার কার্যকালের এক বছর পূরণ হতে চলেছে। আর দলের সংবিধান অনুযায়ী, সভাপতির নির্বাচন এক বছরের মধ্যেই কোর্টে হবে। তবে সভাপতির এক্সটেনশনের একটি পদ্ধতি আছে, যেটি সম্পূর্ণ করা হয়েছে।

সোনিয়া গান্ধী/ Sonia Gandhi

দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, দলের দায়িত্ব একবছর ধরে সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। একবছর সম্পূর্ণ হলেও এর মানে এই নয় যে এই পদ খালি হয়ে গেছে। দলের বক্তব্য অনুযায়ী, কংগ্রেস কার্যসমিতির (CWC) বৈঠক খুব শীঘ্রই ডাকা হবে আর সেখানে সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীর কার্যকাল বাড়িয়ে দেওয়া হবে। CWC এর বৈঠক এই মাসের শুরুতেই হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে সেই বৈঠক ডাকা সম্ভব হয় নি।

আরেকদিকে, দলে পূর্ণকালীন সভাপতির দাবি আরও জোরালো হয়ে উঠেছে। দলের বরিষ্ঠ নেতা তথা সাংসদ শশি থারুর বলেন, রাহুল গান্ধীর কাছে সাহস, ক্ষমতা আর যোগ্যতা আছে। যদি তিনি এই দায়িত্ব না নিতে চান, তাহলে দলকে নতুন সভাপতি নির্বাচনের দিশায় এগিয়ে যাওয়া উচিৎ। উনি বলেন, আমার অনুযায়ী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে অনির্দিষ্টকাল পর্যন্ত দলের সভাপতির দায়িত্ব পালন করার আশা করা উচিৎ না।

 

যদিও উনি এগুলোকে নিজের ব্যাক্তিগত বিচার বলেই ব্যাক্ত করেছেন। উনি বলেন, আপনারা জানেন যে আমি কিছুদিন ধরেই পরামর্শ দিচ্ছিলাম যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠানে অবশ্যই দলের স্বার্থে অনেক ফলাফল হবে। আপনাদের জানিয়ে দিই, কংগ্রেসের বর্তমান সভাপতি সোনিয়া গান্ধী গত বছরের ১০ই আগস্ট থেকে সভাপতি পদে আছেন। এর আগে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের হার স্বীকার করে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর