খ‍্যাতির মুকুটে নয়া পালক, শাহরুখ-অক্ষয়কে ছাপিয়ে সেরার সেরা সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে (lockdown) পরিযায়ী শ্রমিক ও দরিদ্র মানুষদের জন‍্য ‘সুপারম‍্যান’এর অবতারে হাজির হয়েছিলেন সোনু সূদ (sonu sood)। বলিউডের পরিচিত এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে পরিচয় ঘটেছে লকডাউনের সময়। অক্লান্ত পরিশ্রমে যারাই সাহায‍্য চেয়েছেন তাদের জন‍্য ছুটে গিয়েছেন সোনু।

লকডাউন শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি সোনুর। এখনও প্রতিনিয়ত সাহায‍্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায‍্য সব কাজেই এগিয়ে আসছেন সোনু। মানুষ ধন‍্য ধন‍্য করছেন অভিনেতাকে।


এবার এক নয়া কৃতিত্ব অর্জন করলেন অভিনেতা। টুইটারে সক্রিয়তার নিরিখে সকল বলিউড আভিনেতা অভিনেত্রীদের ছাপিয়ে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছেন সোনু। এমনকি তাঁর ধারে কাছেও পৌঁছাতে পারেননি অক্ষয় কুমার বা বলিউডের খানেরা।

সোশ‍্যাল মিডিয়া অ্যানালিটিক্স সংস্থার তরফে একটি সমীক্ষা করা হয়েছিল যার ফলাফল সম্প্রতি প্রকাশ‍্যে আনা হয়। সেখানেই দেখা যায়, টুইটারে সক্রিয়তার নিরিখে প্রথম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্বিতীয় স্থানে রাহুল গান্ধী। তারপরেই তৃতীয় স্থানে বিরাট কোহলি ও চতুর্থ স্থানে সোনু সূদ। বিভিন্ন স্তরের রাজনীতিবিদ, তারকা, খেলোয়াড় সকলকে টপকে এই স্থান দখল করেন সোনু।

আসলে লকডাউনের সময় সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত সক্রিয় হয়ে ওঠেন সোনু। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাঁর কাছে সাহায‍্য প্রার্থনা করে অনুরোধ জানায় টুইটারে। সেই অনুরোধ চোখে পড়া মাত্রই সাহায‍্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা। এই কাজ এখনো করে চলেছেন তিনি। টুইটারে তাঁর ফলোয়ার সংখ‍্যা ২৪ লক্ষ।

প্রসঙ্গত, সম্প্রতি পরোপকারী কাজের জন‍্য ডিপার্টমেন্ট অফ প্ল‍্যানিং অফ দ‍্য গভর্নমেন্ট অফ পাঞ্জাবের সম্মানীয় স্পেশাল হিউম‍্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানীত হন সোনু সূদ। এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয় অভিনেতাকে।

করোনা পরিস্থিতিতে নিঃস্বার্থ ভাবে লক্ষ লক্ষ আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে তাদের জন‍্য বাস, ট্রেনের ব‍্যবস্থা করা, তাদের খাবার বন্দেবস্ত করা, এছাড়া তাদের জন‍্য কাজের ব‍্যবস্থা করে দেওয়া, এসবের জন‍্যই এই বিশেষ সম্মান জানানো হয় সোনুকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর