ভারতের বাইরেও সোনু্র জয়জয়কার, কিরগিজস্তানে আটক ৪ হাজার ভারতীয় পড়ুয়াকে ফেরাচ্ছেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক কাজ করে সারা দেশের মানুষের মন জয় করে নিচ্ছেন সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের (migrant workers) ত্রাতা হয়ে উঠেছেন তিনি। যে যেখানেই বিপদে পড়েছে, অর্থসঙ্কটে বাড়ি ফিরতে পারছে না, সোনুর সঙ্গে যোগাযোগ করলেই তিনি অবতীর্ণ হচ্ছেন ত্রাতার ভূমিকায়।
তবে লকডাউন উঠে গেলেও এখনও অনেকেই আটকে রয়েছেন ভিন রাজ‍্যে। পরিবহন ব‍্যবস্থা চালু হলেও দীর্ঘ লকডাউনের কারনে তাদের আর্থিক সঙ্গতি নেই ঘরে ফেরার। এমতাবস্থায় এখনও অনেকে সোনুর সাহায‍্যপ্রার্থী হচ্ছেন। অভিনেতাও সাহায‍্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের দিকে। তবে এবার দেশে নয়, ভারতের বাইরেও সাহায‍্য নিয়ে ছুটছেন সোনু।

sonu sood 1
কিরগিজস্তানে আটকে পড়া ৪ হাজার মেডিক‍্যাল পড়ুয়াকে এবার ভারতের মাটিতে ফেরাতে চলেছেন সোনু সূদ। জানা গিয়েছে ওই পড়ুয়ারা বিহার ও ঝাড়খন্ডের বাসিন্দা। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় বিদেশেই আটকে রয়েছে তারা। এমতাবস্থায় সোনুর কাছে সাহায‍্য চেয়ে টুইট করে ওই পড়ুয়ারা।
টুইট চোখে পড়তেই উত্তর দেন অভিনেতা। পড়ুয়াদের আশ্বাস দিয়ে তিনি লেখেন, ‘কিরগিজস্তানের পড়ুয়ারা এবার বাড়ি ফিরবে। ২২ জুলাই প্রথম বিসকেক-বারানসী চার্টার বিমান যাবে। আপনাদের ইমেল আইডি ও ফোন নম্বরে সমস্ত তথ‍্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন‍্যান‍্য চার্টার বিমানও এই সপ্তাহেই পাড়ি দেবে।’

প্রসঙ্গত, সম্প্রতি জানা যায় এক পরিযায়ী শ্রমিক নিজের রাজ‍্যে ফিরে দোকানের নামকরণ করেছেন সোনু সূদের নামে। ওড়িশাবাসী ওই শ্রমিককে বিমানে কোচিন থেকে উদ্ধার করেন সোনু। রাজ‍্যে ফিরে নিজের দোকান খোলেন তিনি। নাম দেন ‘সোনু সূদ ওয়েল্ডিং ওয়ার্কশপ’। দোকানের সাইনবোর্ডে রেখেছেন অভিনেতার ছবিও। এভাবেই উদ্ধারকারীকে সম্মান জানিয়েছেন ওই শ্রমিক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর