টাইমলাইনবিনোদন

লকডাউনের রাস্তায় লাঠিখেলা দেখিয়ে ভাইরাল হয়েছিলেন বৃদ্ধা, প্রতিশ্রুতি রেখে মার্শাল আর্ট শেখানোর স্কুল খুলে দিলেন সোনু

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে (lockdown) ভাইরাল (viral) ‘আজি মা’ (aaji maa) ওরফে শান্তা বালু পাওয়ারকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সোনু সূদ (sonu )। লাঠি খেলায় পারদর্শী আজি মাকে এবার নিজের একটি স্কুল খুলে দিলেন সোনু। সেখানে শিশুদের ও মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবেন তিনি।

crockex

গণেশ চতুর্থীর শুভ তিথি উপলক্ষে আজি মার এই নতুন স্কুলের উদ্বোধন হয়। সোনুর প্রতি কৃতজ্ঞতায় তাঁর নামেই এই স্কুলের নামকরণ করেছেন আজি মা। অভিনেতার এই উপকারে তিনি অত‍্যন্ত খুশি। তাঁর কথায়, “লকডাউনে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন‍্য রাস্তায় নেমে লাঠি খেলা দেখাচ্ছিলাম। আমার ছেলে সোনু সূদ আমাকে স্কুল খুলে দিয়েছে।”

স্কুল খোলার খবর পেয়ে আপ্লুত সোনু জানিয়েছেন খুব শীঘ্রই তাঁর স্কুল দেখতে যাবেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যখন ওনাকে প্রস্তাব দিলাম স্কুল খোলার খুব খুশি হয়েছিলেন উনি। স্কুলের নাম ওনার নামেই রাখতে চেয়েছিলাম আমি কিন্তু কিন্তু উনি শুনলেন না।”

সোনু আরও বলেন, এই বয়সে অনেকেই বলেন তারা কিছু করতে পারবেন না বয়সের ভারে। কিন্তু আজি মাকে দেখেই মনে হয় তিনি প্রচন্ড শক্ত, ক‍র্মঠ। মেয়েদের আত্মরক্ষার পাঠ দেওয়ার জন‍্য আজি মা ই উপযুক্ত।

https://www.instagram.com/tv/CEOQyVgALU_/?igshid=f7c5mp9uvxue

প্রসঙ্গত, মাসখানেক আগে লকডাউনের মধ‍্যে এক বছর আশির বৃদ্ধাকে দেখা যায় পুনের রাস্তায় লাঠিখেলা দেখাতে। মুখে মাস্ক পরে ফাঁকা লকডাউনের রাস্তার মধ‍্যে আশ্চর্যজনক দক্ষতার সঙ্গে লাঠি খেলা দেখাচ্ছিলেন তিনি। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

লকডাউনে কাজ চলে যাওয়ায় বাধ‍্য হয়ে করোনার সঙ্কটের মধ‍্যেই রাস্তায় লাঠিখেলা দেখাতে বাধ‍্য হন আজি মা। অনেক ছোট বয়স থেকেই লাঠিখেলা দেখান তিনি। সোশ‍্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখেই সোনু সূদ সাহায‍্যের প্রতিশ্রুতি দেন। একটু দেরি হলেও স্কুল ঠিক বানিয়ে দিলেন তিনি আজি মাকে।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker