দীর্ঘদিনের আসন হাতছাড়া! দাদার খ‍্যাতিও কাজে আসল না, পঞ্জাবে পরাজিত সোনুর বোন মালবিকা

বাংলাহান্ট ডেস্ক: বড়সড় অঘটন পঞ্জাব বিধানসভা ভোটে। কংগ্রেসের টিকিটে গো হারা হারছেন অভিনেতা সোনু সূদের বোন (Sonu Sood) মালবিকা সূদ (Malvika Sood)। এই প্রথম বার রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন তিনি। পঞ্জাবের মোগা জেলা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন মালবিকা। দাদা সোনুও করব না বলেও প্রচার করেছিলেন বোনের হয়ে। কিন্তু শেষরক্ষা হল না। টেক্কা দিয়ে বেরিয়ে গেল আম আদমি পার্টি।

জেতা আসন এবারেই খুইয়ে বসল কংগ্রেস। সেই ১৯৭৭ সাল থেকে ২০১২ পর্যন্ত ছয় বার এই আসনে জিতেছে কংগ্রেস। সোনু সূদের বোন মোগা আসন থেকে দাঁড়ানোয় তারকা আসনের তকমা পেয়ে গিয়েছিল মোগা। কিন্তু আম আদমি পার্টির প্রার্থী ড: অমনদীপ কউর অরোরার কাছে হেরে যান মালবিকা। পিছিয়ে গিয়েছেন মুখ‍্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও নভজ‍্যোৎ সিং সিধুও।

sonu sood sister malvika sood 1200x996 1
এর আগে পঞ্জাবে নির্বাচনের দিন বোন মালবিকা সূদের হয়ে প্রচার করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল সোনুর বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয় তাঁর গাড়িটিও।
পঞ্জাব বিধানসভা ভোটের দিন একটি পোলিং বুথে দেখা মেলে সোনুর। এরপরেই পঞ্জাব পুলিসের তরফে বাজেয়াপ্ত করা হয় তাঁর গাড়িটি। সোনুর বিরুদ্ধে অভিযোগ ওঠে, মোগা জেলার একটি গ্রামে বোনের হয়ে প্রচার করছিলেন সোনু। অভিযোগ পাওয়ার পরেই অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পঞ্জাব পুলিস।

সরকারি নির্দেশ অমান‍্য করার অভিযোগে সোনুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় এফআইআর দায়ের করা হয় মোগা পুলিস স্টেশনে। ভোটের দিন সোনুর বিরুদ্ধে অভিযোগ ওঠে পোলিং বুথে গিয়ে ভোটদাতাদের প্রভাবিত করার।

এরপরেই অভিনেতার গাড়ি বাজেয়াপ্ত করে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তরফেও সোনু্র উপর নিষেধাজ্ঞা জারি করা হয় যে তিনি পোলিং বুথে যেতে পারবেন না। যদিও আত্মপক্ষ সমর্থন করে অন‍্য রকম দাবি করেন অভিনেতা।

সংবাদ সংস্থা ANI কে তিনি বলেন, “বিরোধী পার্টি বিশেষ করে অকালি দলের তরফে হুমকি দেওয়ার খবর পাওয়া যাচ্ছিল বিভিন্ন বুথ থেকে। কিছু কিছু বুথে টাকার বিনিময়েও ভোট কেনা হচ্ছিল। আমাদের কর্তব‍্য এটা দেখা যে ভোট যেন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়। সেই কারণেই আমরা বাইরে গিয়েছিলাম। এখন আমরা বাড়িতে ফিরে এসেছি। নির্বাচন ন‍্যায‍্য ভাবে হওয়া উচিত।” এখনো পর্যন্ত বোনের হার নিয়ে কোনো মন্তব‍্য করেননি সোনু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর