সোনু সুদ খুব চালাকির দ্বারা মহাত্মা সুদ হতে চাইছে: শিবসেনার নেতা সঞ্জয় রাউত

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনে অভিবাসী শ্রমিক এবং দরিদ্রদের সাহায্য করেছেন সোনু সুদ। তার জন্য তিনি যথেস্ট প্রশংসা পেয়েছেন। ১৫ ই মে থেকে এখন পর্যন্ত তিনি মুম্বাই থেকে বাস, ট্রেন এবং বিমানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪০,০০০ অভিবাসী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। অনেক সদস্য, বিধায়ক, প্রাক্তন মন্ত্রীরা সোনু সুদকে (Sonu Sood) তাদের নিজ অঞ্চলের লোকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহায়তার তালিকা দিয়েছিলেন। তাঁদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন সোনু সুদ।

   

শুধু বলিউডের অভিনেতারা নয়, অনেক কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী সোনু সুদের প্রশংসা করছেন। তবে শিবসেনা এটি পছন্দ করেনি। সোনু সুদের সেবার কাজকে বিদ্রূপ করেছেন। শিবসেনার নেতা সঞ্জয় রাউত সোনু সুদ সম্পর্কে লিখেছেন, খুব চালাকির সাথে তিনি ‘মহাত্মা সুদ’ হওয়ার চেষ্টা করছেন।

মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনার নেতা সঞ্জয় রাউত রবিবার সেনার মুখপত্র ‘সামানা’-তে লিখেছিলেন যে, কোনও ধাক্কায় কোনও চতুরতার সাথে একজনকে মহাত্মা করা যায় কীভাবে? লকডাউন চলাকালীন, আচনক সোনু সুদ নামে একটি নতুন মহাত্মা তৈরি হয়েছিল। এত শক ও বুদ্ধি দিয়ে কি কাউকে মহাত্মা করা যায়? সোনু সুদ লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিককে অন্য রাজ্যে তাদের বাড়িতে নিয়ে গেছে বলে জেনেছি। কিন্তু এভাবে মহাত্মা হওয়া যায় না। তাহলে বলা যেতে পারে কেন্দ্র ও রাজ্য সরকার কিছুই করেনি। মহারাষ্ট্রের রাজ্যপালও এই কাজের জন্য মহাত্মা সুদের প্রশংসা করেছিলেন।

তিনি আরও বলেন, পরিযায়ীদের যদি যেতে না দেওয়া হয় তবে তারা কোথায় যাচ্ছেন? খুব শীঘ্রই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন এবং মুম্বইয়ের সেলিব্রিটি ম্যানেজার হতে পারেন। সোনু সুদ একজন অভিনেতা, অর্থের জন্য তিনি যে কোনও কিছু করতে পারেন। অভিনয় তাঁর পেশা।

সম্প্রতি সোনু সুদ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়রের সাথে দেখা করেছিলেন। এই সময়, রাজ্যপাল প্রবাসী শ্রমিকদের নিরাপদে তাদের বাড়িতে নিয়ে আসার জন্য সোনু সুদের প্রশংসা করেন। একই সময়ে, রাজ্যপাল ভগত সিং কোশিয়ারা অভিনেতাকে সহায়তা করার জন্য সব ধরণের সমর্থন বাড়ানোর কথাও বলেছিলেন। রাজ্যপাল এর আগে সোনু সুদের কাজের প্রশংসা করেছেন।

সম্পর্কিত খবর