দূর্গাপুজোয় ‘ত্রাতা’ সোনু, ‘গরিবের মসিহা’র মূর্তি তৈরির কাজ শুরু কুমোরটুলিতে

বাংলাহান্ট ডেস্ক: পর্দায় অ্যাকশন করনেওয়ালা হিরো নয়, এই দু বছর ধরে চলতে থাকা করোনা অতিমারি শিখিয়েছে আসলে সেই ই হিরো যে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। শুধুমাত্র নিজের আখের গোছানোতে ব‍্যস্ত না থেকে অসহায় মানুষকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে, বাস্তবে সেই তো আসল নায়ক। তালিকায় অন‍্যতম নাম সোনু সূদের (sonu sood)। হ‍্যাঁ, তিনিও রূপোলি পর্দার মানুষ। কিন্তু একই ইন্ডাস্ট্রির হয়েও বাকিদের থেকে অনেকটাই আলাদা সোনু।

বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা যেখানে ঘরে বসে সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে সহানুভূতি দেখিয়ে বা নিদেনপক্ষে ত্রাণ তুলেই খালাস, সেখানে কোনো সাহায‍্য ছাড়াই দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথে নেমে পড়েছিলেন সোনু। তখন কোথায় তাঁর সেলিব্রিটি ইমেজ! দেশ জুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে সম্পূর্ণ নিজের চেষ্টায় বাস, ট্রেন, বিমানে করে নিরাপদে বাড়ি পাঠিয়েছিলছন সোনু। প্রমাণ করে দিয়েছিলেন সমাজের ভাল করতে রাজনীতির সাহায‍্য লাগে না।


করোনা কালে মানুষ পেয়েছিল বাস্তবের নায়ককে। গোটা দেশ জুড়ে ধন‍্য ধন‍্য রব উঠেছিল সোনুর জন‍্য। বিভিন্ন ভাবে অভিনেতাকে সম্মান ফিরিয়ে দিয়েছে মানুষ। আর এবারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোতেও স্বমহিমায় উপস্থিত থাকছেন সোনু। মা দূর্গার পাশাপাশি তৈরি হচ্ছে ‘গরিবের মসিহা’র মূর্তিও।

কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজোতেই দেখা মিলবে সোনুর। পুজো কমিটির এবারের থিম ইয়াস সাইক্লোন। চলতি বছরেই করোনা অতিমারির মধ‍্যে বাংলায় আছড়ে পড়েছিল ইয়াস। একটুর জন‍্য কলকাতা বেঁচে গেলেও ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকা। গত বছরের পর ফের প্রকৃতির ধ্বংসলীলা দেখেছিল অসহায় মানুষ। ইয়াস পরবর্তী ভয়াবহ পরিস্থিতির ছবিই এবার পুজোতে ফুটিয়ে চলেছে কেষ্টপুর প্রফুল্লকানন।

এখানেই ত্রাতা হিসেবে দেখা মিলবে সোনুর। প‍্যান্ডেলের একটি অংশে বসানো হবে তাঁর মূর্তি। দুঃস্থদের ত্রাণ তুলে দিচ্ছেন তিনি, এমন ভাবনাতেই তৈরি হবে মূর্তি। শিল্পী সৌমেন পাল রয়েছেন মূর্তি তৈরির দায়িত্বে। কুমোরটুলিতে সোনুর ছবি সামনে রেখে গড়ে তুলছেন তাঁর মূর্তি। সংবাদ মাধ‍্যমকে শিল্পী জানান, করোনা আবহে পুজোর প্রস্তুতি ফিকে হয়েছে ঠিকই কিন্তু এমন নতুন নতুন কাজ করার সুযোগ মিলছে।

গত বছরেও করোনা পরিস্থিতির ছবি নিজেদের পুজোতে তুলে ধরেছিল কেষ্টপুর প্রফুল্লকানন। মূর্তি রূপে উপস্থিত ছিলেন সোনু সূদও। খবর পেয়ে আপ্লুত অভিনেতা জানিয়েছিলেন সশরীরে আসবেন এই পুজো দেখতে। করোনাকালে শেষমেষ তা সম্ভব হয়নি অবশ‍্য। এবারেও শোনা যাচ্ছে সম্ভবত পুজোতে উপস্থিত থাকতে পারেন সোনু। তবে যদি এবারেও আসতে না পারেন তবে ভিডিও কলের মাধ‍্যমে নিশ্চয়ই হাজির থাকবেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর