ভাঙলো ইউসুফ পাঠানের রেকর্ড! পুরুষদের IPL-কে পেছনে ফেলে দিলো মহিলাদের WPL

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারতের ক্রিকেটপ্রেমীরা পুরোদমে উপভোগ করছেন মহিলা আইপিএলের (WPL) আনন্দ। প্রত্যেকটি ম্যাচই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে দর্শকদের জন্য। নামি তারকাদের মধ্যে কেউ কেউ জ্বলে উঠছেন কেউ কেউ এখনো পর্যন্ত ব্যর্থ। আবার অনেক তরুণ ভারতীয় ক্রিকেটারকেও দেখা যাচ্ছে নিজের প্রতিভাকে সম্বল করে আন্তর্জাতিক মঞ্চের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের পেছনে ফেলে দিচ্ছেন।

আজ মহিলা আইপিএলে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়ান্টস (Gujrat Giants) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। দুই দলই এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি। তাই আজকের ম্যাচটি স্মৃতি মান্ধানাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ স্নেহ রানাদের কাছেও। আজকের ম্যাচে স্নেহ রানা টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিং করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ব্যাটিং এর সময় পুরুষদের আইপিএলকে পেছনে ফেলে দিল মহিলা আইপিএল।

পুরুষদের আইপিএল আরম্ভ হয়েছিল ২০০৮ সালে। সেই প্রথম মরশুমে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডটি করেছিলেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। মাত্র ২১ বলে ডেকান চার্জার্সের বিরুদ্ধে হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অর্ধশতরান করেছিলেন এবং শেষপর্যন্ত ৬১ রান আউট হন তিনি। কিন্তু মহিলাদের আইপিএলের প্রথম মরশুমে দ্রুততম অর্ধশতরানটি এলো মাত্র ১৮ বলে। ইংল্যান্ডের ২৪ বছর বয়সে তারকা সোফিয়া ডাঙ্কলি (Sophia Dunkly), আজ মহিলা আইপিএলের এখনো পর্যন্ত দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন। শেষ পর্যন্ত ২৮ বলে ১১ টি চার এবং তিনটি ছক্কা সহ ৬৫ রান করে আউট হয়েছেন তিনি।

sophia dunkly

তবে পুরুষদের আইপিএলে পরবর্তীকালে আরও দ্রুতগতিতে অর্ধশতরান হয়েছে। এই মুহূর্তে পুরুষ আইপিএলে সবচেয়ে দ্রুত গতিতে অর্ধশতরান করার রেকর্ড রয়েছে লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের। ১৪ বলে অর্ধশতরান করেছিলেন দুজনেই। পরিসংখ্যান বলছে আইপিএলের ১৫ বছরের ইতিহাসে মোট ১৫ জন ক্রিকেটার ১৮ বলের কমে অর্ধশতরান করেছেন।

তবে আজ ডাঙ্কলির ৬৫ এবং হার্লিন দেওলের ৪৫ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে জয়ের জন্য ২০২ রানের টার্গেট রেখেছে গুজরাট জায়ান্টস। মহিলা আইপিএলে এখনো পর্যন্ত এত বড় রানের টার্গেট চেজ করে কোন দল জিততে পারেনি। জিততে গেলে মরিয়া লড়াই করতে হবে স্মৃতি মান্ধানাদের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর