সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে নন্দনে হাজির সৌমিত্র খাঁ

বাংলাহান্ট ডেস্ক:চলে গেলেন ফেলুদা। বাংলার চলচিত্র জগতে শোকের ছাঁয়া। হার মানলেন বর্ষীয়ান অভিনেতা ।সৌমিত্র চট্টোপাধ‍্যায় (soumitra chatterjee)। রবিবার সকাল ৮ পর বেলভিউ হাসপাতালে তিনও শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গতকাল, শনিবারই অবস্থা অত‍্যন্ত খারাপ হয়ে যায় তাঁর। পরিস্থিতি চিকিৎসকদের হাতের বাইরে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত হার মানলেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।

– *Shri. Narendra Modi,* Prime Minister of India

আজ বিজেপির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে নন্দন চত্বরে হাজির হন সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘বাংলার একজন নক্ষত্র কে হারালাম।সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাংলা চলচ্চিত্র জগতে অবদান অনেক।

Deeply pained to learn about the demise of legendary Soumitra Chatterjee ji. An iconic actor, who took Bengali cinema to new heights. In Soumitra Da, Indian silver screen has lost a gem. My thoughts and prayers are with his family and countless followers. Om Shanti Shanti Shanti

– *Shri. Amit Shah,* Home Minister.

এছাড়া বিজেপির পক্ষ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় মাল্যদান করেন। টুইটে শোকবার্তা জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর