মিথ্যা ভাষণ দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জী: বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

দিল্লীর রাজনীতির পর এবার ধীরে ধীরে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম হচ্ছে। একদিকে বাংলায় বিজেপি লাগাতার শক্তিশালী হচ্ছে, অন্যদিকে তৃণমূল তাদের টিকিয়ে রাখার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন লাগাতার ভাষণের মাধ্যমে জনগণকে নিজের দিকে টানতে ব্যাস্ত রয়েছেন। অপরপক্ষে বিজেপি বার বার মমতা ব্যানার্জীর ভুলকে আঙ্গুল দিয়ে দেখাতে সক্ষম হচ্ছে। মঙ্গলবার দিন বাঁকুড়ার এক কর্মী সম্মেলনে মমতা ব্যানার্জীর ভাষণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আসলে মমতা ব্যানার্জী ভাষণ দিতে গিয়ে এমনকিছু মন্তব্য করেছেন যার উপর পাল্টা প্রশ্নঃ তুলেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

   

মমতা ব্যানার্জী (Mamata Banerjee) তার ভাষণে বিজেপিকে দেশের শত্রু বলে অভিহিত করেছিলেন। যার উপর রীতিমতো কড়া পতিক্রিয়া দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। উনি বলেন, মমতা বানার্জী আগে নিজের পরিবারের দিকে দেখুক যেখানে তার নিজের পরম আত্মীয় যুবরাজ সেজে দুর্নীতির পাঁকে বসে আছে।

সৌমিত্র খাঁ আরো বলেন, “মুখ্যমন্ত্রীর দাবি যে যারা প্রকৃত তৃণমূল করে তারা সকলেই মাটির বাড়িতে বাস করে, সাইকেলে বুথ অবধি যাতায়ত করেন। কিন্ত জেলায় উনি যাদের দায়িত্ব দিয়েছেন তাদের কতজন মাটির বাড়িতে বাস করেন, কতজন গাড়ি ছাড়া যাতায়াত করেন। ”

সৌমিত্র খাঁ বলেন, মমতা ব্যানার্জী তাদেরকেই ভালোবাসেন যারা বাঁকুড়ার সম্পত্তি লুটে নিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জী তার ভাষণে রাজ্যকে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন। সৌমিত্র খাঁ পাল্টা বলেন, বাম আমলে যতো ধার ছিল তা দ্বিগুন করে দিয়ে রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে মমতার সরকার। রাজ্যের বেকারের সংখ্যা কমেছে বলে দাবি করেছিল রাজ্য যেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আসল রিপোর্ট বের করতে বলেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ার তিনটি পৌরসভাতেই বিজেপি জিতবে বলে জানিয়ে দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ

সম্পর্কিত খবর