‘ল্যাংড়া আর কানাকে দিয়ে কি সরকার চলে!” মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সৌমিত্র খাঁ-এর

বাংলা হান্ট ডেস্কঃ পাখির চোখ ২০২১ এর বিধানসভা নির্বাচন। আর মাত্র কয়েকঘণ্টা পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে প্রথম দফার নির্বাচন। এবারে বিধানসভা নির্বাচনে বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি বনাম তৃণমূলের।

উষ্ণতার পারদ যতই চরছে ততই চরছে রাজনীতি পারদ। তার সাথে বেড়েই চলেছে একে অপরকে বাক আক্রমণ। আগামী পয়লা এপ্রিল বিষ্ণুপুর লোকসভার মধ্যে বড়জোড়া বিধানসভায় ভোট রয়েছে। সেই নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী সুপ্রীতি চ্যাটার্জির সমর্থনে বুধবার বিজেপির রাজ্য সভাপতি ও দিলীপ ঘোষ ও রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ জনসভা করেন।

WhatsApp Image 2021 03 25 at 12.01.39 AM

বুধবারের জনসভা থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন,’ মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছরে কোনও উন্নয়ন করেন নি। বাঁকুড়া থেকে বালি, কয়লা, আর চাকরির টাকা খেয়েছে ভাইপো। আমি যখন তৃনমূলে ছিলাম তখন বার বার অভিষেক ব্যানার্জীকে উন্নয়ন মূলক কাজ করার জন্য বলেছিলাম, তখন তিনি বলতেন, ‘চাকরি দিতে পারি ৮ লক্ষ টাকার বিনিময়ে” তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তৃনমুল দলটা এখন আর করা যাবে না।’

soumitra khan 554a

জনসভায় সৌমিত্রবাবু বলেন, ‘আমরা ক্ষমতায় এসে মহিলা কলেজ গড়ব। বাঁকুড়াতে নতুন রেল পথ করবো। পানীয় জলের ব্যবস্থা করবো। রাস্তা হবে। কাজ হবে। আর শেষ হবে তৃণমূলের অত্যাচার।” এছাড়া তিনি আরও বলেন, ‘মমতা ব্যানার্জী কোনও কাজ করেন নি বলেই ল্যাংড়া হয়ে ভোট চাইছেন। আর দিদিই বলেছেন, অভিষেক চোখে দেখতে পায় না। ল্যাংড়া আর কানা দিয়ে কি সরকার চলে? তাই এই সরকারকে বদলাতেই হবে বলে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর