ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর! ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : ক্রিকেট জগতকে বিদায় জানালেও তাঁর সঙ্গে ক্রিকেট দুনিয়ার পুরোপুরি বিচ্ছেদ হয়নি এখনও। তাই তো তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় আবার উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যায়। তবে এ সবকে ছাপিয়ে এ বার ভারতীয় ক্রিকেট দুনিয়ায় আবারও এক বড়সড় পদের অধিকারী হতে চলেছেন বাংলার মহারাজা। ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার অর্থাত্ আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, রবিবার মহারাজার তরফ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে ইঙ্গিত পাওয়া গিয়েছে

তাই মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী বিসিসিআইয়ের সভাপতি হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বিসিসিআইর সভাপতি পদে লড়াইয়ের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ব্রিজেশ প্যাটেলের মধ্যে লড়াই চলছিল, তবে শেষ অবধি ব্রি জে সি জে সভাপতি হচ্ছেন সেই ব্যাপারে এক প্রকার সবুজ সঙ্কেত উঠেছিল। এমনকী ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এই নিয়ে লবি বাজি শুরু হয়েছিল, তবে সেই জল্পনায় জল ঢেলে এ বার বিসিসিআইর সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

তবে বোর্ডে বড়সড় রদবদল হচ্ছে শুধুমাত্র সভাপতি নয় সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হতে চলেছে। তাই বিসিসিআইয়ের আসন্ন নির্বাচন প্রক্রিয়াতে সচিব হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের, কোষাধ্যক্ষ হতে চলেছেন অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধু মল। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি হওয়া নিয়ে যে সম্ভাবনা জোরালো হয়েছে তাতে মনে করা হচ্ছে ছোট পর্দায় দাদাগিরি শো এর পরে এবার আবারও ক্রিকেটের মঞ্চে দাদাগিরি দেখাতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সম্পর্কিত খবর