ফের ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে নামার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলি।

চলতি বছরের 8 ই জুলাই 48 বছরে পা দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন 2008 সালে। 2008 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শেষবার আইপিএল খেলেছেন 2012 সালে।

   

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ফের ভারতের হয়ে টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেন। এইদিন সৌরভ গাঙ্গুলী দাবি করলেন মাত্র 15 দিন অনুশীলন করার সময় পেলেই ফের তিনি ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে রান করতে পারবেন।

এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন আমি যদি আরো দুটো ওয়ানডে সিরিজ খেলতাম তাহলে আরো অনেক বেশি রান করতাম। যদি নাগপুরি টেস্টে আমি অবসর না নিতাম তাহলে আরো বেশ কয়েকটি টেস্ট সিরিজে দাপটের সাথে খেলার মত ক্ষমতা ছিল আমার। সেই সাথে সৌরভ গাঙ্গুলী বলেন ছ’মাস লাগবেনা, মাত্র তিনমাস অনুশীলন করলে এবং তিনটি রঞ্জি ট্রফির ম্যাচ খেললেই আমি ফের ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে রান করতে পারব।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর