“আমি জানি না ওরা কি ভেবে দল বেছেছে”, এশিয়া কাপের ভারতীয় দল নিয়ে BCCI-কে খোঁচা সৌরভের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকালই এশিয়া কাপের (2023 Asia Cup) স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দলের নির্বাচকরা। রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রধান নির্বাচক, অজিত আগারকারের (Ajit Agarkar) উপস্থিতিতে দল ঘোষণার পরেই গতকাল একটি সাংবাদিক সম্মেলনও চলেছে। সেখানে তাদের দল নির্বাচনের কারণ ও চিন্তাভাবনা ব্যাখ্যা করেছেন আগারকার। সকলে মোটামুটি নিশ্চিন্তই ছিলেন, কিন্তু প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন।

সৌরভের আপত্তির জায়গা:
মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে আসন্ন এশিয়া কাপের দলে যুজবেন্দ্র চাহালের মতো তারকার অনুপস্থিতি তাকে অবাক করেছে কিনা। উত্তরে সৌরভ জানিয়েছেন যে ভারতীয় স্কোয়াডে একজন অর্থোডক্স রিস্ট স্পিনারের অভাব তিনি সত্যিই অনুভব করছেন।

ভারতীয় দলের স্পিনার কারা?
ভারতের এশিয়া কাপের স্কোয়াডে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। এই তিনজন হলেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। মজার ব্যাপার হলো যেদিন স্পিনারই হলেন বাঁ-হাতি স্পিনার। তাদের মধ্যে একজন চায়নাম্যান। অর্থাৎ কোনও ডান হাতি লেগ স্পিনার বা অফস্পিনার ছাড়াই টুর্নামেন্টে নামছে ভারত।

আরও পড়ুন: মিডল অর্ডারে সমস্যা! রোহিত, রাহুলের সামনে ওঠা বড় প্রশ্নের জবাব দিলেন সৌরভ

Sourav Ganguly,Yuzi Chahal,Indian Cricket Team,BCCI,2023 ODI World Cup,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

সৌরভের মন্তব্য:
সৌরভ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে নিজের বক্তব্য বলেছেন, “আমি জানি না নির্বাচকরা কি ভেবে দল করেছেন কিন্তু আমার দলে সব সময় চাহালের জায়গা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উপমহাদেশে। কুলদীপ রয়েছে ভালো কথা কিন্তু চাহালের মতো লেগ স্পিনার থাকলে ভারতের হয়তো আরও সুবিধা হতো।”

আরও পড়ুন: এশিয়া কাপে হলো না সুযোগ! BCCI-এর বঞ্চনার কারণে এবার চরম সিদ্ধান্ত নেবেন এই ৩ ভারতীয়

এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ