এটিকে-মোহনবাগান বোর্ডের ডিরেক্টর পদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি।

এটিকে- মোহনবাগানের মধ্যে যে সংযুক্তিকরন হয়েছে সেই নতুন বোর্ডের অন্যতম ডিরেক্টর হচ্ছেন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 10 ই জুলাই নতুন বোর্ডের যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকেও যোগ দেবেন প্রাপ্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

মোহনবাগান এবং এটিকের মধ্যে যে সংযুক্তিকরন করা হয়েছে তাতে মোহনবাগান ফুটবল ক্লাবের 80% মালিকানা এখন এটিকের দখলে। দুই ক্লাবের সংযুক্তিকরনের পরে পাঁচ সদস্যের নতুন বোর্ডও গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের মধ্যে মোহনবাগানের দুজন এবং এটিকের হয়ে তিনজন প্রতিনিধি ছিলেন কিন্তু এটিকের অন্যতম অংশীদার হওয়ার সত্ত্বেও সৌরভ গাঙ্গুলির নাম ছিল না সেই তালিকায়। এটিকে- মোহনবাগান জোটের অন্যতম মালিকানা এবং বোর্ডের ডিরেক্টর উৎসব পারেক বলেন, “দলের অন্যতম মালিক সৌরভ গাঙ্গুলি, তাই ডিরেক্টর হওয়ার ক্ষেত্রে ওর কোনো বাঁধা নেই।”

2305568030db26148da901bbc7cc68a580a16d4277f96afaf29312963d5e26e8ea2cbdaf2 1

নতুন এই দল কি নামে আইএসএল খেলবে, কি জার্সি পরে খেলবে এবং দলের প্রতীক কি হবে এই সব এখনো কিছুই ঠিক হয় নি। এটিকে- মোহনবাগান জোটের এক কর্তা জানিয়েছেন এই সমস্ত কিছু ঠিক করতেই আগামী 10 ই জুলাই আমরা বৈঠকে বসবো। সেই বৈঠকেই এই সমস্ত বিষয় গুলি চূড়ান্ত করা হবে। তবে দলের জার্সি, লোগো ঠিক না হলেও ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে এটিকে- মোহনবাগানের কর্তারা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর