বিদেশিদের শুধু অজুহাত, ওরা মানসিক ভাবে খুবই দুর্বল; বিদেশি ক্রিকেটারের ধুঁয়ে দিলেন দাদা

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাস এর মধ্যেও নানা প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে ক্রিকেট শুরু করেছে আইসিসি। তবে ক্রিকেট শুরু করলেও কড়া নিয়ম বিধি মানতে হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের। মাসের পর মাস জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। হোটেল থেকে মাঠ আবার মাঠ থেকে ফের হোটেল, এর বাইরে আর কোথাও যাওয়ার সুযোগ নেই। আর এতেই যে ক্রিকেটারদের ওপর প্রবল মানসিক চাপ বেড়েছে তা বলা বাহুল্য। কয়েকদিন আগেই এই নিয়ম নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Sourav Ganguly AP Photo 2

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন বিদেশিদের থেকে ভারতীয়দের সহ্য ক্ষমতা অনেক বেশি। এই দিন মহারাজ জানিয়েছেন, আমি দীর্ঘদিন ধরে অনেক ক্রিকেট খেলেছি অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করেছি। আর সেই কারণে আমি এটা বুঝেছি যে ভারতীয়দের তুলনায় মানসিকভাবে অনেক কমজোর হয় বিদেশীরা। ওরা প্রায়ই মানসিক অবসাদে থাকার অজুহাত দেয়। সে দিক থেকে ভারতীয়দের মানসিক ক্ষমতা অনেক বেশি।”

131532 dqyvuypecc 1574595992

করোনা পরিস্থিতির মধ্যে ক্রিকেট চলার প্রসঙ্গ টেনে সৌরভ গাঙ্গুলী বলেন দীর্ঘ ছয় সাত মাস খেলোয়াড়দের জীবন বিশেষ করে ক্রিকেটারদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তারা ইচ্ছে মত যেখানে খুশি যেতে পাচ্ছেন না, সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই তাদের খেলা চালিয়ে যেতে হচ্ছে। সেই কারণে অনেক ক্রিকেটার মানসিক অবসাদে ভুগছিলেন বিশেষ করে বিদেশিদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গিয়েছে। কারণ করোনা পরিস্থিতির মধ্যে একাধিক সফর বাতিল করেছে অন্যান্য দেশ। সেদিক থেকে দেখতে গেলে কোন সফরই বাতিল করেনি ভারত। সুরক্ষা বলয়ের মধ্যেই দীর্ঘদিন থেকে একের পর এক সিরিজ খেলেছে এবং সিরিজ জিতেছে ভারত।

80553697

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর