ফের কি শুরু হবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ? জবাব দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। আগামী 23 শে অক্টোবর সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সভাপতি হয়েই জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের উন্নতি এখন তার মূল লক্ষ্য। আর তাই ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা নিয়ে ফেলেছেন সৌরভ গাঙ্গুলি। তাই সামনে এখন অনেক কাজ তার।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করার সময় সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় দীর্ঘদিন ধরে যে ভারত- পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে সেটাকি আবার শুরু হবে। ফের কি দাদার জামানায় দেখা যাবে ভারত-পাক দ্বৈরথ? এই প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলি সরাসরি জানিয়ে দেন ‘এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।’

কারণ দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক সিরিজ তখনই সম্ভব যখন দুই দেশের সরকার অনুমতি দেবে। কারণ কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া কোনো ভাবেই সম্ভব নয় দুই দেশের মধ্যে সিরিজ হওয়া। সিরিজ প্রসঙ্গে এটাই ছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির জবাব।

2012 সালে শেষবারের জন্য দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুই দেশ। তার আগে 2004 সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ওয়ানডে এবং টেষ্ট সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর