সৌরভ গাঙ্গুলি আমন্ত্রণ পাত্র পাঠালেও এখনও পর্যন্ত কোনো উত্তর দেয় নি ধোনি।

ভারতের মাটিতে আগামী 22 শে নভেম্বর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে দিনরাত্রি টেস্ট। আর এই ম্যাচ কে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এছাড়াও ভারতীয় বোর্ডের তরফ থেকেও এই ম্যাচ কে স্মরণীয় করে রাখার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল দিনরাত্রি টেস্টের প্রথম দিনে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতবর্ষের প্রত্যেক প্রাক্তন অধিনায়ককে। সেই তালিকায় বাদ যায় নি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। বিসিসিআই এর তরফে ইতিমধ্যেই দিবা-রাত্রির টেস্ট দেখার জন্য আবেদন পত্র পাঠানো হয়েছে মহেন্দ্র সিং ধোনির কাছে। কিন্তু সেই আমন্ত্রণ পত্র পাওয়ার পর এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

   

আমন্ত্রণ পত্র পাওয়ার পর ইতিমধ্যেই ভারতবর্ষের অন্যান্য প্রাক্তন অধিনায়ক বিসিসিআই এবং সিএবির সাথে যোগাযোগ করে জানিয়ে দিয়েছেন তারা কখন মাঠে উপস্থিত থাকবেন। কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত ধোনি কোনো রকম খবর পাঠাইনি আর তাই বিসিসিআই বুঝতে পারছে না যে ধোনি ঠিক কি করতে চাইছেন? তিনি কি সেদিন মাঠে উপস্থিত থাকবেন নাকি তিনি থাকবেন না? অপর দিকে স্টার স্পোর্টসের তরফ থেকে ধোনিকে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে ধারাভাষ্য করে আনার চেষ্টা করা হলেও সেটা সফল হয়নি।

ভারতবর্ষে অন্যান্য প্রাক্তন অধিনায়করা এই ব্যাপারে বোর্ডকে জানিয়েছেন ফলে ইতিমধ্যেই তাদের জন্য বিমানের টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সাথে তারা কোন হোটেলে থাকবেন সে ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। কিন্তু এখনো পর্যন্ত ধোনি ভারতীয় বোর্ডের সাথে কোনরকম যোগাযোগ না করায় অবাক হয়েছেন ভারতীয় বোর্ডের কর্মকর্তারা।

যেখানে ভারতবর্ষে অন্যান্য প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো লিজেন্ডরা মাঠে উপস্থিত থাকবেন সেখানে ধোনির কাছ থেকে এখনো পর্যন্ত কোনরকম উত্তর না পাওয়ায় বোর্ডের কর্তাদের পাশাপাশি ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং বোর্ড সচিব জয় শাহও কিছুটা অবাক হয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর