টোকিও অলিম্পিক্সে ভারতীয় অলিম্পিক্স দলের শুভেচ্ছাদূত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

আসন্ন টোকিও অলিম্পিক্সে সিন্ধুদের উদ্ধদ্ধ করার জন্য ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে শুভেচ্ছা দূত হিসাবে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নাম ভাবা হচ্ছে। এই মুহূর্তে তিনি আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টও বটেন।

   

শনিবার রাতে জানা গিয়েছে ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে ভারতীয় অলিম্পিক্স দলের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে ভাবা হয়েছে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর নাম। ইতিমধ্যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে চিঠি পাঠিয়ে সৌরভ গাঙ্গুলীর কাছে অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজিব মেহতা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী ভারতের সমস্ত ক্রীড়াবিদদের কাছে এক উদাহরণ, এক অনুপ্রেরণা, তাই সৌরভ গাঙ্গুলী কে ভারতীয় অলিম্পিক্স দলের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসাবে ভাবা হয়েছে।

রাজিব মেহেতা ভারত অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলীর সমস্ত অবদানের কথা মাথায় রেখে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী ছিলেন এক অনবদ্য দলনেতা। গাঙ্গুলির মত দলনেতা ভারতবর্ষ খুব কমই পেয়েছে। সেই কারণে সৌরভ গাঙ্গুলী যদি এই প্রস্তাব গ্রহণ করেন তাহলে এর থেকে ভালো আর কিছু হয়না। কারণ সৌরভ গাঙ্গুলিকে সামনে থেকে দেখলে ভারতীয় অলিম্পিক্স প্রতিযোগিরা যে উদ্বুদ্ধ হবেন সেটা সবাই ভালো ভাবেই জানেন। যদিও সৌরভ গাঙ্গুলির তরফে এখন এই ব্যাপারে কোনো জবাব আসেনি, তবে তিনি যে সম্মতি জানাবেন এই ব্যাপারে আসা রাখছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে সৌরভ গাঙ্গুলি ছাড়া এই কমিটিতে আর কোন কোন ব্যক্তিদের নাম থাকবে এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায় নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর