অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে কি ছন্দে থাকবেন কোহলি? আকর্ষণীয় জবাব দিলেন সৌরভ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। এই সিরিজ শেষ হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বহু প্রতীক্ষিত চার ম্যাচের বর্ডার-গাভাস্কার (Border-Gavaskar Trophy) টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। মাঠে ফিরবেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলির মতো সিনিয়র তারকারা। বিরাট কোহলির (Virat Kohli) কাছে ওই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা বাকি ক্রিকেট বিশেষজ্ঞদের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) মনে করেন।

   

বিরাট কোহলি গতবছর যখন এক মাস ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে নিজের মানসিক স্বাস্থ্য ফেরানোর কাজ করছিলেন তখন অনেকেই তার ঘনঘন বিশ্রাম নেওয়া নিয়ে আপত্তি তুলেছিল। সেই সময় সৌরভ গাঙ্গুলী বলেছিলেন যে বিরাট যখন ফিরবে, তখন যদি তিনি তরতাজা হয়ে রান করতে তাহলে যাবতীয় বিতর্ক মিটে যাবে। আর তারপর ঠিক তেমনটাই হয়েছিল। বিরাট কোহলি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। আর বছরের শেষে এবং নতুন বছরের শুরুতেই ওডিআই ফরম্যাটেও নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন কোহলি।

কিন্তু বিরাট কোহলি টি-টোয়েন্টি ও ওডিআই ফরমেটে অসাধারণ পারফরম্যান্স করলেও টেস্টে সফল নন এখনও। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ তার কাছে বড় সুযোগ নিজের এই ফরম্যাটের ফর্ম পুনরুদ্ধার করার।

atti kohli

সৌরভ গঙ্গোপাধ্যায়কে, বিরাট কোহলি এই টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট অসাধারণ ব্যাটিং করেছেন। তাকে অবশ্যই টেস্ট ফরম্যাটেও ভালো পারফরম্যান্স করতে হবে কারণ ভারত তার ওপর অনেকটাই নির্ভর করে। আমি আশা করব ও একটা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে সকলকে। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াইও হবে। খুব সম্ভবত এই দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চলেছে।”

অস্ট্রেলিয়া ভারতের মাটিতে পা রাখবে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে। এই মুহূর্তে কামিন্সরা বৃহত্তম ফরম‍্যাটে অসাধারণ ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া যখন স্টিভ স্মিথের নেতৃত্বে শেষবার ভারত সফরে এসেছিল তখনও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দিতা উপহার পেয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে এই সিরিজের শুধুমাত্র হোয়াইটওয়াশ হওয়া এড়াতে হবে। আর ভারত যদি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় তাহলে এই সিরিজে একটির বেশি ম্যাচ হারলে চলবে না তাদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর