আইপিএল ফ্রাঞ্চাইজি গুলির চাপে বাতিল হতে চলেছে সৌরভ গাঙ্গুলির প্রস্তাবিত ‘অল স্টার’ ম্যাচ।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কিছুদিন আগে প্রস্তাব দিয়েছিল আইপিএলের সমস্ত স্টার প্লেয়ারদের কে নিয়ে একটি ম্যাচ করতে অর্থাৎ আইপিএলে অল স্টার ম্যাচ বলে একটি ম্যাচ হবে। সেটা আইপিএল এর আগেই হওয়ার কথা ছিল। সেই মত সমস্ত আইপিএল ফ্রাঞ্চাইজির কাছে বিসিসিআই এর তরফে প্রস্তাব পৌঁছে গিয়েছিল। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মত ক্রিকেটাররা আইপিএল আলাদা আলাদা ফ্রাঞ্চাইজির হয়ে খেলেন। এই ম্যাচ হলে তাদের সবাইকে একই দলে খেলতে দেখা যেত, আর তাই এই ম্যাচ নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। কিন্তু এখন মনে করা হচ্ছে ফের একবার হতাশ হতে চলেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গিয়েছে সৌরভের প্রস্তাবিত এই অল স্টার ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে, কারণ এই ম্যাচ করার ব্যাপারে বেঁকে বসেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলি। তারা কেউই আইপিএলের আগে নিজেদের প্লেয়ারদের ছাড়তে রাজি নয় বলে জানিয়ে দিয়েছেন।

214449031ae156823e8333b5c5dca799e90c1fe90 1

এই বছর আইপিএল শুরু হবে 29 শে মার্চ আর তার আগে অর্থাৎ 26 শে মার্চ এর অল স্টার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আইপিএল ফ্রাঞ্চাইজি গুলি জানিয়ে দিয়েছেন তারা তাদের প্লেয়ারদের ছাড়তে পারবেন না, কারণ এই সময় খেলোয়াড়দের ছেড়ে দিলে টিম বন্ডিং ভেঙ্গে যাবে তাতে অসুবিধা হতে পারে। তাছাড়াও যদি স্টার প্লেয়ারদের চোট লেগে যায় তাহলে আইপিএল শুরুর পর সমস্যায় পড়তে হতে পারে সেই সকল ফ্রাঞ্চাইজি গুলিকে। আবার বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি জানিয়েছেন এই অল স্টার ম্যাচ খেলতে হলে নতুন জার্সি পড়ে প্লেয়ারদের মাঠে নামতে হবে সেক্ষেত্রে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন। আর এই সকল বিভিন্ন কারণ দেখিয়েছে অল স্টার ম্যাচ খেলার ব্যাপারে বেঁকে বসেছে আইপিএলে ফ্রাঞ্চাইজি গুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর