বড়ো খবর: ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সাথে উপস্থিত থাকতে পারেন সৌরভ গাঙ্গুলি

বাংলার রাজনীতি নিয়ে দেশে চর্চা তুঙ্গে। কখনো দলবদল নিয়ে জল্পনা আবার কখনো সৌরভ গাঙ্গুলি বঙ্গবিজেপির মুখ হতে পারেন কিনা তা নিয়ে জল্পনা। কারোর কারোর দাবি সৌরভ গাঙ্গুলিকে একজন খেলোয়াড় হিসেবেই মানায়, রাজনীতির লোক উনি নন। আবার অনেকের দাবি বাংলার হিংসার রাজনীতির পরিবর্তন আনতে সৌরভ গাঙ্গুলির মতো মানুষের প্রয়োজন আছে।

এমন সব চর্চার মধ্যে বাঙালিদের চোখের মণি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বড়ো খবর সামনে আসছে। ৭ ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা রয়েছে তাতে সৌরভ গাঙ্গুলি থাকতে পারেন বলে সূত্রের খবর। ৭ ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাল সভাকে সম্বোধন করবেন। আর সেই সভাতে উপস্থিত থাকতে পারেন মহারাজ।

৭ ই মার্চ ব্রিগেডে সভার জন্য বড়ো প্রস্তুতি নিয়েছে বিজেপি। ১০ লক্ষ মানুষ ব্রিগেডে আনার টার্গেট নিয়েছে বঙ্গবিজেপি। এর মধ্যে সৌরভ গাঙ্গুলির উপস্থিতি যে ব্রিগেডের গুরুত্বকে আরো বাড়িয়ে দেবে তা নিয়ে সন্দেহ নেই।

তবে সৌরভ গাঙ্গুলি ৭ ই মার্চ ব্রিগেডে থাকবেন কিনা এ নিয়ে তিনি নিজ মুখে আপাতত কিছুই বলেননি। সৌরভ গাঙ্গুলি ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকতে পারেন এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। সৌরভ গাঙ্গুলি তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন, এই নিয়েও উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত, তৃণমূল বনাম বিজেপির মুখোমুখি লড়াইও তীব্র হয়ে উঠেছে। বিজেপির নেতারা একদিকে তৃণমূলের দুর্নীতি নিয়ে কটাক্ষ করছে অন্যদিকে তৃণমূলের নেতারা বিজেপির বিরুদ্ধে মুখর হচ্ছে। আর এসবের মধ্যে সৌরভ গাঙ্গুলিকে এমন খবর রাজনীতিবিদদের শ্বাসপ্রশ্বাসের গতি বৃদ্ধি করেছে।

সম্পর্কিত খবর