১৫ সেপ্টেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকার ভারত সফর। দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা।

 

নিজস্ব প্রতিবেদন : ১৫ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ভারত সফর শুরু করতে চলেছে সাউথ আফ্রিকা। তারপর এদেশে তিন টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

 

তবে এই বার নানান রদ বদল করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অনভিজ্ঞ এমন তিন ক্রিকেটারকে নিয়েই ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা।  টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন ফাফ দু প্লেসি।  টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার নতুন নেতা কুইন্টন ডি’কক।

 

# ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল- কুইন্টন ডি’কক(অধিনায়ক), রাসি ভ্যান ডার দুসেন(সহ অধিনায়ক), তেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বর্ন ফোরটুইন, বউরান ফোরটুইন, রেজা হেন্ড্রিক্স, ডেভিড মিলার, অ্যানরিখ নর্টজে, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিস্টোরিয়াস, কাগিসো রাবাডা, তাবারেজ শামসি, জন-জন স্মাটস।

 

# টেস্ট দল- ফাফ দু প্লেসি(অধিনায়ক), তেম্বা বাভুমা(সহ-অধিনায়ক), থেউনিস দে ব্রুইন, কুইন্টন ডি’কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশব মহারাজা, এইডেন মার্কারাম, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্টজে, ভার্নান ফিল্যান্ডার, ডেন পেইডিট, কাগিসো রাবাডা,  রুডি সেকেন্ড।

সম্পর্কিত খবর