বাংলা হান্ট ডেস্কঃ আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করেই কুয়াশার চাদর সরিয়ে শুরু হল শুক্রবারের সকাল। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ইতিমধ্যেই দাপট দেখতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। সেইসাথে হাড়কাঁপুনি শীতে একেবারে জবুথবু বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রার কোন পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে শৈত্যপ্রবাহ
আগামী রবিবার অর্থাৎ ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা চলবে এই শৈত্যপ্রবাহ। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষজন ভালোই অনুভব করবেন এই শীতের চওড়া স্পেল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে স্পেশাল বুলেটিনে পশ্চিমের জেলাগুলিতে জারি করা হয়েছে শৈত্য প্রবাহের কড়া সতর্কবার্তা। শুক্রবার সকালেই ঝুপ করে নেমেছে তাপমাত্রা।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এক ধাক্কায় দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতার (Kolkata) তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। একইসাথে জানা যাচ্ছে আজ রাত এবং দিন দুই তাপমাত্রায় স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচে অর্থাৎ ১৫ ডিগ্রির কমই থাকবে।
কলকাতার আবহাওয়ার আপডেট:
শুক্রবার সকালেই কলকাতার (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রীতে। বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা পৌঁছেছিল ৪২ থেকে ৯৬ শতাংশে। জানা যাচ্ছে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ কিংবা ৪ ডিগ্রি সেলসিয়াস নীচেই থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
কুয়াশা বাড়বে দক্ষিণবঙ্গের তিন জেলাতে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ চলতে পারে মোট চারটি জেলায়। সেগুলি হল পুরুলিয়া পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এরপর শনিবার ও রবিবার আরও নামবে তাপমাত্রা। একই সাথে এই দিন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে বাঁকুড়া,বীরভূম,পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলাতেও।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আরও ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! বৃষ্টি হবে শুক্রে? এক নজরে আবহাওয়ার খবর
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের জেলা গুলিতে যেভাবে তাপমাত্রা কমছে তা রীতিমতো টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের সাথে। এই জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রিরও নিচে নেমে যেতে পারে। তবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। তবে কুয়াশার দাপট থাকবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়াতে। সকালের দিকে ধোঁয়াশা থাকবে কলকাতা সহ বাকি জেলাতেও।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশা চাদর ঘন হবে আরও। কুয়াশার দাপট আরো বাড়বে দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে। তবে সবচেয়ে বেশি কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর দিনাজপুর জেলাতে। তাই পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচলের সময় বাড়তি সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।