দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস! কালীপুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল তাজা আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজো মানেই আলোর উৎসব। প্রদীপ থেকে শুরু করে রঙবেরঙের নানান বাতিতে সেজে ওঠে গোটা রাজ্য। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (South Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বর্ষণের সম্ভাবনা রয়েছে (Weather Update)।

  • কালীপুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে আগামী ৫ নভেম্বর অবধি দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে লাগাতার ভারী বৃষ্টি নয়। হালকা বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। আজ বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কিছু কিছু অংশ।

আগামীকাল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণার কিছু কিছু জায়গায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ নভেম্বর আবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও অল্প বৃষ্টি হতে পারে। বাকি জেলা মোটের ওপর শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘ক্যামাক স্ট্রিটের অর্ডার’, কপাল পুড়ল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর! জেলমুক্তির পরও শান্তি নেই…

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন শহর কলকাতা সহ সমগ্র বাংলার রাতের তাপমাত্রা মোটামুটি একই থাকবে। বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলা হলে, দক্ষিণের মতো সেখানেও বৃষ্টির পূর্বাভাস (Rainfall Alert) রয়েছে। আজ থেকে আগামী ৫ নভেম্বর অবধি উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালীপুজোর দিন তথা আজ ভিজতে পারে দার্জিলিং।

South Bengal Weather

এদিকে কালীপুজোর পাশাপাশি ভাইফোঁটার দিন আবহাওয়া কেমন থাকবে সেটাও জানিয়েছে হাওয়া অফিস। সেই সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে আগামী সোমবার অবধি দক্ষিণের জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, ওই তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর