হুড়মুড়িয়ে নামছে পারদ! কাজ হবেনা মোটা কম্বলেও, দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বাংলায় জাঁকিয়ে শীতের শুরু। এক লাফে নেমেছে তাপমাত্রা, ফিরেছে শীতের চেনা কাঁপুনি। রাজ্য জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে উত্তরবঙ্গ, সব জায়গাতেই শীত ও কুয়াশার প্রভাব ধীরে ধীরে বাড়ছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে না। সেই কারণেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। শীতের প্রভাব ক্রমশ বাড়বে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে জমিয়ে শীত পড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলে ইঙ্গিত মিলছে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather

বর্তমানে কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা-সহ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) শীতের দাপট স্পষ্ট। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কয়েকটি এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

south bengal weather(152)

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৯ ডিসেম্বর, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

আগামী সাতদিন উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, যদিও খুব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা, সব জেলাতেই ভালোভাবে শীত অনুভূত হবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে সেখানে পারদ আরও কিছুটা নামতে পারে।