বাংলা হান্ট ডেস্কঃ তিন তিনটি ঘূর্ণবাতের জেরে দেশজুড়ে একাধিক রাজ্যে কোথাও ভারী আবার কোথাও হালকা কিংবা মাঝারি বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা পাশ কাটাতেই বঙ্গে শুরু হয়েছে শীতের নাচন। যার জেরে নতুন বছরে এবার শীতে জবুথবু হওয়ার পালা রাজ্যবাসীর। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) শুষ্ক থাকবে। তাই শীতের কামড় বেশ ভালই টের পাবেন বঙ্গবাসী।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট (South Bengal Weather)
আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া লেটেস্ট আপডেট বলছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই অর্থাৎ উত্তর ২৪ পরগণা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সপ্তাহের শেষে শুক্র,শনি এবং রবিবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এমনকি আগামী সোম-মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস নেই কোনো জেলায়।
উত্তরবঙ্গেও কনকনে শীতের মধ্যেই থাকছে শুষ্ক আবহাওয়া। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর এবং মালদার মতো জেলাতেও। এমনকি সপ্তাহের শেষ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বছরের প্রথম তুষারপাত! সাদা বরফের চাদরে মুড়েছে লাচেন, আনন্দে আত্মহারা পর্যটকরা
সিকিমের পর্যটকরা ইতিমধ্যেই বছরের প্রথম তুষারপাত দেখে ফেলেছেন। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পাহাড়ে তুষারপাত হওয়ার কোন পূর্বাভাস পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে,আগামী সোমবার দার্জিলিং এবং কালিংপং-এর একটি-দুটি জেলায় বৃষ্টি অথবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খুব শিগগিরই বরফের চাদরে মুড়তে চলেছে উত্তরবঙ্গও।
হাওয়া অফিসের রিপোর্ট বলছে রাজ্যে আরও কিছুটা বাড়তে পারে শীত। পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। পরবর্তী দুদিনের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের হবে না বলেই জানা আছে। তারপর আবার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।