দক্ষিণ দিনাজপুরে দিদি কে বলো জনসংযোগ কর্মসূচি

 

ধ্রুবজ্যোতি মহন্ত , দক্ষিণ দিনাজপুর

সারা রাজ্য জুড়ে দিদিকে বলো জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে।

সাধারনের মানুষ এর সাথে সংযোগ স্থাপনের এই মহতী উদ্দেশ্য বাস্তবায়নে পিছিয়ে নেই দক্ষিণ দিনাজপুর জেলা ও l

সকাল থেকে বৃষ্টি ও জল কাদা কে করেই হরিরামপুর বিধানসভার “দিদিকে বলো” কর্মসূচি র অন্যতম দায়িত্বপ্রাপ্ত প্রচারক শ্রী গণেশ প্রসাদ, এর নেতৃত্বে হরিরামপুর ব্লক এর অন্তর্গত গোকর্ণ অঞ্চলের ‘বলদু’ গ্রামে দিদিকে বলো কর্মসূচি সফল হল।

IMG 20190818 WA0005

এদিনের জনসংযোগ কর্মসূচি তে উপস্থিত ছিলেন, হরিরামপুর বিধানসভার দিদিকে বলো কর্মসূচির অন্যতম দায়িত্বপ্রাপ্ত প্রচারক শ্রী গণেশ প্রসাদ, মহাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুরজিৎ ঘোষ, বংশীহারী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা এই বিধানসভার অন্যতম প্রচারক সামিউন কবির, প্রচারক শ্রী গোপেন সরকার প্রমুখ ।

IMG 20190818 WA0004

এই দিন সকল নেতৃত্ব বর্গ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অভাব অভিযোগ এর কথা শুনলেন।
মুখ্যমন্ত্রীর দেওয়া কার্ড মানুষের হাতে তুলে দিলেন,, যাতে তারা মুখ্যমন্ত্রী কে ফোন করে তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারেন।

পাড়ায় জনসংযোগের পর সকলেই দলীয় কর্মী জাকির হোসেন (মামুন)-এর বাড়িতে রাতের খাবার গ্রহণ এবং রাত্রি যাপন করলেন, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী।

IMG 20190818 WA0009

এ বিষয়ে জনসংযোগ কর্মসূচির প্রচারক শ্রী গণেশ প্রসাদ জানান,, প্রচারের আলোয় নিজেদের পাবলিসিটি নয়, দলনেত্রীর নির্দেশে গ্রামের প্রত্যেকটি মানুষের সাথে জনসংযোগ স্থাপন করতেই আমাদের আজকের কর্মসূচি পালন।

সম্পর্কিত খবর