করোনা-ত্রাসের মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতিতে কিমের দেশ

দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যম থেকে খবর মিলছে করোনা-ত্রাসের মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কোরিয়া। এর মধ্যেই নাকি দেশের সব নাগরিক করোনা মুক্ত। আর যে কজন বিদেশী কোয়ারেনটাইন ছিলেন তারাও নাকি সুস্থ। তাই এখন প্রস্তুতি চলছে ক্ষেপনাস্ত্র এর। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা বিশ্বে ছড়িয়েছে এই মরণ ভাইরাস।

test 555555

২ এপ্রিলের আগে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর মধ্যেই জানা গেছে নতুন করে ভাইরাস সংক্রমণের কোনও খবর নেই। জানিয়েছেন, ৭০৯ জনকে কোয়ারেন্টাইনে রাখার খবর মিলেছিল।WHO জানিয়েছে এই দেশের এখন সংক্রমন অনেক কম। সংক্রমন রুখতে চিনে সীমান্তে বন্ধ করেছে কোরিয়া। কারণ জানা গেছিলো চিন সীমান্তে উত্তর কোরিয়ার সিনুইজু শহরের পাঁচ জনের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণে আর সেখানে সংক্রামিতের সংখ্যাও অনেক। আবার করোনা আক্রান্ত কে গুলি করার ঘটনা সামনে আসে।

এসবের মধ্যেও কিম জানায় এই বছরে অস্ত্র উৎপাদন এর জন্যে খুব গুরুত্বপূর্ণ। আর তাড়াতাড়ি তারা তাই করবে। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর সারা পৃথিবীতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় চোদ্দো লাখ।

সম্পর্কিত খবর