পশ্চিমবঙ্গে বিজেপিকে শক্তিশালী করতে আসছে দক্ষিণের করা নেতা

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে বিজেপির সংগঠনকে আরও শক্তপোক্ত করে তুলতে রাজ্য বিজেপির বড়সড় রদবদলের কথা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল সেই মতো শুক্রবার বিজেপির দলীয় অন্দরের দায়িত্ব ভাগাভাগির কাজ শুরু হয়। আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল অনেক জনকে বাদ দেওয়া যেতে পারে আবার দলে অনেক নতুন প্রজন্মের সুযোগ আসতে পারে। কিন্তু এত বড় সড় রদবদল বোধহয় কেউই ভাবতে পারেনি কারণ পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে91217 surzzjjyup 1562291094

তার বদলে স্থলাভিষিক্ত হয়েছেন পি মুরলীধর রাও। এত দিন অবধি তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন কিন্তু এবার থেকে গোটা বাংলার দেখভালের দায়িত্ব দেওয়া হল তার উপরেযদিও কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে দেওয়ার পরে বাংলায় তাঁকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।  উল্লেখ্য, প্রথম থেকে স্বয়ংসেবক দলের হয়ে কাজ শুরু করলেও বিজেপির প্রতি তাঁর অগাধ দায়িত্ব ছিল। নিজে থেকে এগিয়ে এসে দায়িত্ব নিতে পছন্দ করেন পি মুরলীধর রাও।

পশ্চিমবঙ্গের আগে তেলেঙ্গানা সামলেছিলেন তিনি। যেমন তাঁর কথাবার্তার মধ্যে মিষ্টতা তেমনি ভাবে তাই সকলের সঙ্গে সম্পর্কে সামঞ্জস্য রক্ষা করতে চলতে পছন্দ করেন পি মুরলীধর রাও। তবে শুধুমাত্র কৈলাস বিজয়বর্গীয়র নন, সরানো হতে পারে অরবিন্দ মেননকে। কারণ যেহেতু রাজ্যের দেখভালের দায়িত্ব নেবেন পি মুরলীধর রাও

তাই  সহকারী পর্যবেক্ষক হিসেবে যে তাঁর মনের মতোই কাউকে নেওয়া হবে তা বলাই যায়। অন্যদিকে শুক্রবার রাজ্যের বিজেপি সংগঠনে বড়সড় রদবদল হয়েছে আর সেখানেই  একুশের বিধানসভা নির্বাচনের আগে চব্বিশ জেলায় নতুন নতুন সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি।

সম্পর্কিত খবর