দিল্লিতে মুকুলের সাথে দেখা করলেন শোভন বৈশাখী ! জানিয়ে দিলেন বিজেপিতে থাকবেন কি থাকবেন না ..

বিজেপিতে যোগ দেওয়ার মাস ঘুরতে না ঘুরতেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেলিনে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জোর জল্পনা চলছিল রাজনৈতিক অন্দরে। এমনকি সংবাদমাধ্যমের সামনে বিজেপির বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ উগরেই দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যদিও শোভনকে কিছু বলতেই শোনা যায়নি। তবে অভিমানী বৈশাখী ও শোভনের মান ভাঙালেন মুকুল রায়। অনেক কষ্ট বুকে নিয়ে এবার মানভঞ্জন করলেন মুকুল রায়। তাই সোমবার টানা কয়েকঘন্টার চা আড্ডাতেই মুকুল ও বৈশাখীর সব অভিযোগ দূর করে দিলেন এক প্রকার। তাই চায়ে পে চর্চার পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উড়িয়ে দিয়ে সর্বসমক্ষে জানিয়েই দিলেন বৈশাখী ও শোভন যে তাঁরা দলেই থাকছেন।

টানা কয়েকদিন ধরে দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের জল্পনা চলছে। যদিও 14 আগষ্ট শোভন ও বৈশাখীর বিজেপিরতে যোগদানের দিন থেকেই দেবশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে জোর গুঞ্জন উঠেছিল কিন্তু দিলীপ রায়ের সবুজ সংকেতের পর প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী আর দলে থাকতে চাইছিলেন না। আর তাঁদের অভিমানের কথা স্বীকার করে নিলেন মুকুল রায়। তাই আড্ডার মধ্য দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন তিনি। পাশাপাশি শোভনের দল ছাড়া মিথ্যা বলেও জানিয়েছেন। তবে ভবিষ্যতের কথা তো এখনই বলা যায় না বলেও জানান তিনি।

মুকুলের মতো একই সুর গেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমে লেখা মিথ্যা বলেও জানান। তাই বিজেপি ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তবে নিজেদের অভিমানের কথা স্বীকারও করে নিয়েছেন।এখন সমস্যা মিটে গিয়েছে।একইসঙ্গে বিজেপিকে ধন্যাবাদও জানিয়েছেন বৈশাখী চট্টোপাধ্যায়।

সম্পর্কিত খবর