ফের ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়

 

   

বাংলা হান্ট ডেস্ক ঃলোকসভা নির্বাচনের আগে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি কিন্তু লোকসভার ফলাফলের পর কিন্তু কিছুটা হলেও বাংলায় ভীত নড়ে গিয়েছে তৃণমূল সরকারের।সেকারনে ২০২১ এ বিধানসভায় নিজেদের জায়গা ফেরাতে মরিয়া তৃণমূল সরকার। সে কারণেই পুরনো সব তিক্ততা ভুলে প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জীকে ফের দলে যোগ দেয়ার আহ্বান জানায় মমতার সরকার। তবে তৃণমূল সরকারের এই আহ্বান ফের নাকচ করে দেন শোভন চট্টোপাধ্যায়।

এবার বিধানসভার মৎস্য বিধায়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছেড়ে দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকা হচ্ছে না, সে বিষয়ে জানতে চেয়ে কয়েক দিন আগেই শোভন চট্টোপাধ্যায় কে ফোন করেন বিধানসভার অধ্যক্ষ।অতঃপর আজই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়।

শোভন চট্টোপাধ্যায়ের এই পদক্ষেপে তার সঙ্গে তৃনমূলের যে বেশ খানিকটা দূরত্ব বাড়লো তা আর বলতে বাকি রাখে না। যদিও এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত খবর