২০১৮ অবধি টাকা দিয়ে রেফারি কিনতো বার্সেলোনা? বিস্ফোরক অভিযোগ মেসির পুরোনো ক্লাবের বিরুদ্ধে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারাত্মক বিপাকে স্পেনের বিখ্যাত ক্লাব এফসি বার্সেলোনা (FC Barcelona)। স্প্যানিশ প্রসিকিউটররা শুক্রবার বার্সেলোনার বিরুদ্ধে তার মালিকানাধীন একটি কোম্পানির মাধ্যমে স্পেনের রেফারি কমিটির প্রাক্তন ভাইস-প্রেসিডেন্টকে ক্লাবের দ্বারা অর্থ প্রদান করার দুর্নীতির অভিযোগ এনেছে। এই অভিযোগ অনুযায়ী কাতালুনিয়ান ক্লাবটি ১৯৯৪ থেকে ২০১৮ সালের মধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন রেফারি এবং প্রাক্তন রেফারি কমিটির প্রাক্তন সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে প্রায় ৬৪ কোটি টাকা প্রদান করেছে।

এই নির্দিষ্ট দুর্নীতির জন্য ক্লাবের দুই প্রাক্তন সভাপতি, জোসেফ মারিয়া বার্থেমিউ এবং স্যান্দ্রো রোসেলের পাশাপাশি লা লিগার রেফারি কমিটির প্রাক্তন সহ-সভাপতি এনরিকেজ নেগ্রেইরাও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। যদিও বার্সেলোনার পক্ষ থেকে দাবি করা হয়েছে রেফারি সম্পর্কিত বিষয়গুলিতে ক্লাবকে পরামর্শ দেওয়ার জন্য এনরিকেজ নেগ্রেইরাকে অর্থ প্রদান করা হয়েছিল, তার কাছ থেকে কোনও সুবিধা নেওয়া হয়নি।

যে অফিসিয়াল অভিযোগ প্রসিকিউটরের তরফ থেকে করা হয়েছে, তাতে উল্লেখ রয়েছে যে, ‘এফসি বার্সেলোনা, জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার সাথে একটি অত্যন্ত গোপনীয় এবং মৌখিক চুক্তি করেছে এবং তাতে অর্থের বিনিময়ে এফসি বার্সেলোনাকে উপকৃত করার মতো করে রেফারিদের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করার ইঙ্গিত আছে।”

স্পেনের আয়কর বিভাগ এনরিকেজ নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ‘ডাসনেল ৯৫’-এর ২০১৬ এবং ২০১৮ সালের মধ্যে কর প্রদানে গাফিলতির অভিযোগের তদন্ত শুরু হয়েছিল। এই নির্দিষ্ট কোম্পানিটি ওই সময়ের মধ্যে বার্সেলোনা থেকে পেমেন্ট পেয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে যে শেষ ২০১৮ সালের জুনেও বার্সেলোনার তরফ থেকে কোম্পানি থেকে অর্থ প্রদান করা হয়েছিল। এর পরে এনরিকেজ নেগ্রেইরা সংস্থাটি ছেড়ে চলে যান।

এই সপ্তাহে, বার্সার বর্তমান সভাপতি জুয়ান লাপোর্তা জোর দিয়ে বলেছিলেন যে তার ক্লাব কখনই রেফারি দের টাকা দিয়ে প্রভাবিত করেনি। তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে বার্সা কখনই রেফারি কিনেনি এবং বার্সা কখনই রেফারি কেনার ইচ্ছা ছিল না। শুধুমাত্র রেফারি সংক্রান্ত বিষয়ে ক্লাবকে পরামর্শ দেওয়ার জন্য ওই সংস্থাকে টাকা দেওয়া হয়েছিল। তবে বার্সা এই দাবি করলেও যদি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয় তাহলে করা শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। এই মুহূর্তে লা লিগার দৌড়ে পয়লা নম্বর স্থানে রয়েছে তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর