মিডিয়াই ওকে তুলে দিয়েছে! মদন মিত্রকে নিয়ে বিস্ফোরক বিধানসভার অধ্যক্ষ

বাংলাহান্ট ডেস্ক : মদন মিত্রের (Madan Mitra) ফেসবুক লাইভ, তাঁর অনিয়ন্ত্রিত কথাবার্তা, আচার আচরণ নিয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করেছেন। একবার নাকি দলীয় সভায় মমতা মদনকে জিজ্ঞাসা করেন, ‘কোথায় কী বলতে হয় সেটা তুমি কি জানো?’ কিন্তু মদন তো বেপরোয়া। রোজ নতুন কিছু না ঘটালে তাঁর রাতে ঘুম হয় না। একই ভাবে রবিবার মহালয়ায় আর এক কাণ্ড ঘটালেন। কামারহাটির বিধায়কের এবার কড়া সমালোচনা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)।

মহালয়ায় পিতৃপুরুষের শাপ মোচনের জন্য পিত্তৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনালগ্নে তর্পণ করা হয়। এটা বাঙালির বহু কালের নিয়ম। কিন্তু গতকাল সকাল সকাল গঙ্গায় স্নান করে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দেন মদন মিত্র। মদনের দাবি, গঙ্গা স্নান সেরে শুভেন্দু-দিলীপের ছবিতে মালা দিয়ে তিনি তাঁদের শাপমোচন করেছেন।

এদিন কামারহাটির বিধায়কের এই কাণ্ড বিষয়ে বিধানসভার অধ্যক্ষকে প্রশ্ন করা হয়। বিমানবাবু পরিস্কার বলেন, ‘এসব পাবলিসিটি পাওয়ার জন্য করছেন। মিডিয়াই মদন মিত্রকে তুলছে!’

স্পিকার আরও বলেন, ‘এগুলো না করলেও মদন মিত্র কিন্তু মদন মিত্রই থাকবেন।’ অর্থাৎ, বিমানবাবু ইঙ্গিতে এটাই বোঝাতে চান, একজন জনপ্রতিনিধির কী করা উচিত আর কী করা উচিত না সে বিষয়ে জ্ঞান থাকা দরকার। কিন্তু ইদানিং মদন মিত্রের মতো অনেকেই সেসবকে পাত্তা না দিয়ে যা ইচ্ছা তাই করছে।
মদন যা করেন তাকে অনেকে ‘ভাঁড়ামো’ বলেন। আবার অনেকেই মনে করেন, দল এবং রাজনীতিতে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া মদন এসব করে নিজেকে একটু প্রচারের আলো দেন। তাই কখনও নাতিকে নিয়ে পুলে সাঁতার কাটার ফেসবুক লাইভ করেন আবার কখনও তর্পণ করে শুভেন্দু-দিলীপদের ছবিতে মালা দেন।

এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস পালনের অনুষ্ঠান ছিল বিধানসভায়। এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত বিধায়কের উচিত বিদ্যাসাগরের জীবন দর্শন নিয়ে চর্চা করা। রাজনীতির পরিবেশ এখন অনেকটাই বদলে গেছে। রাজনৈতিক আক্রমণের চেয়ে এখন ব্যক্তি আক্রমণ, কুৎসা রটানো হয় বেশি। কিছু দিন আগেই বিধানসভার অধিবেশনে যে ধরনের পোস্টার দেখা গিয়েছিল তা এক কথায় নজিরবিহীন। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে নেতানেত্রীদের কথাবার্তা, বক্তৃতায় রুচিবোধেরও একটা মারাত্মক অবক্ষয় ঘটছে। এদিন বিধানসভার স্পিকারও এক কথায় স্বীকার করে নিলেন, সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এই রকম কাণ্ড করে থাকেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর