শীতলকুচিতে উপস্থিত সিআইডি-র স্পেশাল টিম, শুরু হয়েছে গুলিকাণ্ডের তদন্ত

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন রণক্ষেত্র আকার নিয়েছিল কোচবিহারের শীতলকুচির (sitalkuchi) জোড়পাটকির ১২৬ নম্বর বুথ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে সেদিন গুলি চালাতে বাধ্য হয়েছিল বাহিনী। মারা গিয়েছিলেন ৪ জন গ্রামবাসী। আর তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এখনও চলছে সেই ঘটনার নানারকম পর্যালোচনা।

তদন্তের স্বার্থে সোমবার ডিআইজি সিআইডি-র নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল পৌঁছেছে শীতলকুচিতে। মাথাভাঙা থানার পুলিশ এবং সিআইডি অফিসাররা সোমবার সকাল ৮ টা নাগাদ পৌঁছে যান জোড়পাটকির ১২৬ নম্বর বুথে। মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের থেকে পাওয়া তথ্য এবং স্থানীয়দের থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। শুরু করা হচ্ছে শীতলকুচির গুলিকাণ্ডের পুনর্নির্মাণ প্রক্রিয়া।

ইতিমধ্যেই সিআইডির স্পেশাল ইনভেস্টিগেশন টিম শীতলকুচিকাণ্ডের তদন্ত নেমেছে। ঘটনার তদন্তের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে দুবার হাজিরা দেওয়ার কথা বললেও, তাঁরা না আসায় আবারও তাঁদের হাজিরার তলব করা হয়েছে। ২৫ শে মে থেকে ২ রা জুনের মধ্যে তাঁদের সিআইডির দফতর ভবানী ভবনে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে।

ভবানী ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে, চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে ঠিক কোন পরিস্থিতিতে এবং কোথায় গুলি চালানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় উপস্থিত হয়ে করা হচ্ছে গুলিকাণ্ডের পুনর্নির্মাণ। শুধু তাই নয়, এর পাশাপাশি মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের থেকে পাওয়া তথ্য এবং স্থানীয়দের থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর