তিনটে স্বামী, পাঁচটা প্রেম সবাই ফেল, বাস্তবে ইনিই ‘হিরো’! আসল মানুষটাকে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: অনস্ক্রিনের মতো বাস্তবেও রঙিন মানুষ শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ব্যক্তিগত জীবনে বারবার প্রেমে পড়েছেন তিনি। কেরিয়ারের শুরুতেই পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বেঁধে নিয়েছিলেন শ্রাবন্তী। মা-ও হন খুব কম বয়সে। কিন্তু সংসারটা টেকেনি। ভালবাসার খোঁজে তারপর একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী। কিন্তু কোনো না কোনো কারণে ভেঙে গিয়েছে সব সম্পর্ক। আর চটুল সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী।

বর্তমানে আর ব্যক্তিগত জীবনের খবর ফাঁস করেন না শ্রাবন্তী। কিন্তু গুঞ্জন চাপা থাকে না। এভাবেই প্রকাশ্যে এসেছে শ্রাবন্তীর চর্চিত চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর খবর। সম্প্রতি এও শোনা যাচ্ছে, অভিরূপের সঙ্গে দূরত্ব বেড়েছে অভিনেত্রীর। এবার নিজের জিম ট্রেনারের সঙ্গে নাকি ‘বন্ধুত্ব’ বেড়েছে তাঁর। যদিও সবটাই গুঞ্জন, শ্রাবন্তী এ বিষয়ে মুখ খোলেননি।

srabanti chatterjee hollywood

ব্যক্তিগত জীবনে যাই চলুক না কেন, সোশ্যাল মিডিয়ায় সবসময় তাঁর হাসিমুখটাই দেখা যায়। ফটোশুটের, ছবি, রিল ভিডিও, শরীরচর্চার ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি শ্রাবন্তীর একটি ছবিতে চোখ আটকেছে নেটিজেনদের। এক ব্যক্তির বুকে মাথা রেখে সেলফি তুলেছেন তিনি। দুজনেই আবিরে মাখামাখি। কে এই ব্যক্তি, তার উত্তর মিলেছে অভিনেত্রীর পোস্টের ক্যাপশনেই।

শ্রাবন্তী লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার হিরো। ভালবাসি বাবা’। হ্যাঁ, দোলের দিনে বাবার সঙ্গে চুটিয়ে রঙ খেলেছেন অভিনেত্রী। ‘হ্যাপি হোলি’ লেখা সাদা টিশার্ট পরেছেন দুজনেই। চোখে রোদচশমা। সারা মুখে গায়ে গোলাপি, নীল, বেগুনি হরেক রঙ শ্রাবন্তীর। হাসিমুখে পোজ দিয়ে সবাইকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

srabanti

বাবার আদরের মেয়ে গিন্টু ওরফে শ্রাবন্তী। কিন্তু এক সময়ে তাঁর উপরে অভিমান করে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বাবা মা। মেয়ের জীবনের কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ক‍্যামেরার সামনেই মুখ খুলেছিলেন তাঁর বাবা মা। মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করে বসেছিলেন শ্রাবন্তী।

অভিনেত্রীর বিয়ের কথা সরাসরি না বললেও ওই ঘটনার জন‍্য শ্রাবন্তীকে কী শাস্তি দিয়েছিলেন সেকথা জানিয়েছিলেন তাঁরা। অভিনেত্রীর বাবা মা বলেছিলেন, মেয়ের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন তাঁরা। ওটাই তাঁর জন‍্য সবথেকে বড় শাস্তি ছিল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর