টাইমলাইনবিনোদন

টলিউড ছেড়ে হলিউডের দিকে ঝোঁক! ব্রিটিশ অভিনেতার সঙ্গে শ্রাবন্তীর ছবি ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: উঠতে বসতে ট্রোল হলেও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ নেই। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকলেও তাঁর অভিনয় কেরিয়ার যথেষ্ট ঈর্ষনীয়। টলিউড ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। এবার হলিউড অভিনেতার সঙ্গেও দেখা গেল শ্রাবন্তীকে।

সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেতা টম কুলস্টনকে। সেলফি তুলেছেন ব্রিটিশ অভিনেতাই। তাঁর পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এমন সব আন্তর্জাতিক অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ’।

srabanti

ছবি এবং ক্যাপশন দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিক, শ্রাবন্তী কি তবে হলিউড পাড়ি দিচ্ছেন? বলিউডের একাধিক অভিনেত্রী হলিউডে কাজ করে ফেলেছেন বটে, তবে টলিউড থেকে কোনো অভিনেত্রীই এখনো পৌঁছাতে পারেননি সেখানে। শ্রাবন্তীই কি তবে পথ দেখাচ্ছেন অন্যদের?

না, অভিনেত্রীকে হলিউডের কোনো ছবিতে দেখার জন্য এখনো অপেক্ষা করতে হবে অনুরাগীদের। তবে হলিউডের অভিনেতার সঙ্গে কাজ অবশ্য করে ফেলেছেন তিনি। কিন্তু সেটা বাংলা ছবিতে। পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে টম কুলস্টনের সঙ্গে অভিনয় করেছেন শ্রাবন্তী। সিনেমার শুটিংয়ের সময়েই তোলা হয়েছে ছবিটা।

srabanti

শ্রাবন্তীকে সম্প্রতি দেখা গিয়েছে ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে। একই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিতের মতো অভিনেতা অভিনেত্রীরা। এঁদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করা মুখের কথা নয়। তবে শ্রাবন্তী জানান, পরিচালক কৌশিক তাঁকে খুব ভালভাবেই সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন, তাই কোনো অসুবিধা হয়নি। পাশাপাশি তিনি সবাইকে দেখে অনেক কিছু শিখেছেন।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker